Abhishek Sharma injury: অনুশীলনের সময় চোট পেয়ে বড়সড় দুসংবাদ নিয়ে হাজির হলেন অভিষেক শর্মা। দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে রীতিমত দুশ্চিন্তায় ভারত। ভারতীয় ক্রিকেট দলে আচমকাই দুঃসংবাদ। অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে এই ঘটনা ভারতীয় শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল।
কীভাবে চোট পেলেন অভিষেক?
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের আগে নেটে অনুশীলন করার সময় অভিষেক ভুলভাবে পা ফেলেন, যার ফলে তার বাঁ-পায়ের গোড়ালি মচকে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার চোটের মাত্রা এখনো পুরোপুরি জানা যায়নি। ভারতীয় দলের ফিজিওরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতীয় দলে দুশ্চিন্তার ছায়া
অভিষেক শর্মা ভারতীয় দলে একজন গুরুত্বপূর্ণ ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার বিধ্বংসী ব্যাটিং দলের জন্য বড় ভরসা। প্রথম ম্যাচে তার আক্রমণাত্মক ব্যাটিং ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে বড় পার্থক্য গড়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তার অনুপস্থিতি দলের ব্যাটিং অর্ডারের উপর প্রভাব ফেলতে পারে।
পরিকল্পনায় পরিবর্তন আসবে?
চোট গুরুতর হলে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা নিতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে কোনও ব্যাক আপ ওপেনার ছাড়াই নেমেছে ভারত। কোনওকারণে অভিষেক শর্মা খেলতে না পারলে ধ্রুব জুরেল অথবা তিলক ভার্মাকে শুরুতে নামতে হবে। দলের অভিজ্ঞতা এবং গভীরতা থাকায় তারা এই পরিস্থিতি সামলাতে সক্ষম হবে বলে আশাবাদী।
ভারতীয় সমর্থকরা এখন অভিষেক শর্মার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং আশা করছেন তিনি শীঘ্রই মাঠে ফিরবেন। দ্বিতীয় ম্যাচে অভিষেক খেলতে পারবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন।