Advertisment

Abhishek Sharma century: ছক্কার ঝড়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, ইংল্যান্ডকে ছিঁড়েখুঁড়ে খেল অভিষেকের ব্যাট

India vs England 5th t20I: প্রাক্তন ভারতীয় টি২০ অধিনায়ক রোহিত শর্মা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেন। দ্রুততমের তালিকায় তিনি শেষমেশ নিজের রেকর্ড ধরে রেখেছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Abhishek Sharma

Abhishek Sharma century: ওয়াংখেড়েতে শতরান অভিষেকের (বিসিসিআই)

Abhishek Sharma century against England: ইনিংসের শুরুটাই হয়েছিল ছক্কার মাধ্যমে। সঞ্জুর ব্যাটে ছক্কা দিয়ে ভারতীয় ইনিংসের উদ্বোধন হয়েছিল। সেই ছক্কার ঝড়ই পাগলামোর পর্যায়ে পৌঁছে গেল অভিষেক শর্মার ব্যাট ধরে। ১৭ বলে হাফসেঞ্চুরি, ৩৭ বলে সেঞ্চুরি। রেকর্ড বই তছনছ করে দিলেন অভিষেক শর্মা।

Advertisment

ওয়াংখেড়েতে দাবানল জ্বালিয়ে দিলেন বাঁ হাতি তারকা ওপেনার। মার্ক উড, জোফ্রা আর্চারের দেড়শো কিমির বল বারবার বাউন্ডারির ওপারে ফেললেন ইচ্ছামত। যাঁর ফলে আন্তর্জাতিক টি২০-তে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি যেমন তাঁর নামের পাশে, তেমনই আন্তর্জাতিক টি২০-তে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিকও তিনি।

একসময় যেভাবে বোলারদের ছক্কায় ছক্কায় চোখে সর্ষে ফুল দেখাচ্ছিলেন, ভাবা হচ্ছিল রবিবারই হয়ত রোহিতের দ্রুততম শতরানের রেকর্ড ভেঙে দেবেন তিনি। তবে শতরানের ঠিক আগেই জোড়া ডট বল খেলে ফেলায় রোহিতের রেকর্ড রইল অপরিবর্তিত।

ব্যাট করতে নামার পর সঙ্গী সঞ্জু স্যামসনকে হারানোর পর অভিষেক যেন চরম রুদ্রমূর্তি ধরেন। তৃতীয় ওভারে জোফ্রা আর্চারকে একটি চার এবং দুটি ছক্কা মারেন, এরপর মার্ক উড এবং জেমি ওভারটনের উপর চড়াও হন। ওভারটনের ওপর তিনি আরও নির্মম ছিলেন। যাকে তিনি পঞ্চম ওভারে টানা দুটি ছক্কা মেরে তার অর্ধ-শতকে পৌঁছান।

Advertisment

অভিষেকের এই শতক ছিল ভারতের হয়ে মাত্র ১৬ ইনিংসে তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রাক্তন ভারতীয় টি২০ অধিনায়ক রোহিত শর্মা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেন। দ্রুততমের তালিকায় তিনি শেষমেশ নিজের রেকর্ড ধরে রেখেছেন।

২০২৪-এ শেষের দিকে, অভিষেক পাঞ্জাবের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে শতক হাঁকিয়ে ভারতীয় হিসেবে যুগ্মভাবে দ্রুততম টি২০ শতকের রেকর্ডও গড়েছিলেন আগেই।

ভারত টি২০আই-তে আন্তর্জাতিক স্তরে নিজেদের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোরও গড়ে যায় রবিবার। ছয় ওভারে ভারত স্কোরবোর্ডে তুলে দেয় ৯৫/১। ২০২১ এবং ২০২৪ সালে ভারত পাওয়ার প্লেতে ৮২ তুলেছিল। সেই নজির ভেঙে যায় রবিবার।

England Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India Abhishek Sharma
Advertisment