Gillespie on Gavaskar: গাভাস্কার 'বাজে বকেন', পাকিস্তান নিয়ে ভারতীয় কিংবদন্তির মন্তব্যে, চটে লাল জেসন গিলেস্পি!

Jason Gillespie dismisses Sunil Gavaskar’s claim that India B or C team can beat Pakistan: গাভাস্কার বলেছেন, ‘ভারতীয় বি দলও পাকিস্তানকে হারাতে পারে’। তাতেই মেজাজ হারিয়েছেন অস্ট্রেলীয় তারকা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jason Gillespie-Sunil Gavaskar: জেসন গিলেসপি ও সুনীল গাভাসকর

Jason Gillespie-Sunil Gavaskar: জেসন গিলেসপি ও সুনীল গাভাসকর। (ছবি- ফেসবুক)

Jason Gillespie Shuts Down Gavaskar’s India B vs Pakistan Remark – Calls It ‘Nonsense’: চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর পাকিস্তান সম্পর্কে সুনীল গাভাসকারের মন্তব্যে বেজায় চটেছেন অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেস্পি। তিনি বলেছেন, 'আমি সুনীল গাভাস্কারের ভারতীয় বি টিম বা ভারতীয় সি টিমও পাকিস্তানের সেরা টিমকে হারিয়ে দিতে পারে, এই জাতীয় মন্তব্য দেখেছি। ও সব এক্কেবারে বাজে কথা।' গিলেস্পি পাকিস্তানের প্রাক্তন কোচ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারেনি। তার পরই গাভাস্কার ওই মন্তব্য করেছেন। যা গিলেস্পির রাগের কারণ।

Advertisment

এর আগে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। তারপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান দল। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর আয়োজক দেশের দলকে সমর্থকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাতে কার্যত ইন্ধন জুগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বি এবং সি টিমের সঙ্গে পাকিস্তান দলের তুলনা টেনেছেন গাভাস্কার। তাতেই মেজাজ গরম হয়ে গিয়েছে অস্ট্রেলীয় তারকার। 

গিলেস্পি গাভাস্কারের মন্তব্যকে উড়িয়ে দিয়ে বলেছেন, 'আমি এই ধরনের কথাবার্তায় বিশ্বাস করি না। আমি গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি, যেখানে উনি বলেছেন ভারতের বি বা সি দলও পাকিস্তানের সেরা দলকে হারাতে পারে। এটা সম্পূর্ণ বাজে কথা।' এই ব্যাপারে গিলেস্পির বক্তব্য, 'যদি পাকিস্তান বোর্ড (PCB) ঠিকঠাক খেলোয়াড়দের বেছে নিত, তাঁদের শেখার জন্য যথেষ্ট সুযোগ দিত, গড়ে তোলার ব্যবস্থা করত, তবে পাকিস্তানও যে কোনও দলকে হারাতে পারত। এনিয়ে আমার কোনও সন্দেহই নেই।'

এই প্রসঙ্গে গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) গঠনগত দুর্বলতার দিকে ইঙ্গিত করে বলেন, 'যদি পিসিবি সত্যিই পরিবর্তন চায়, ঠিকঠাক রেজাল্ট চায়, তাহলে তাদের সঠিক লোক, সঠিক নির্বাচক প্যানেল তৈরি করতে হবে। খেলোয়াড়দের গড়ে ওঠার জন্য সময় দিতে হবে।' 

Advertisment

পাকিস্তান ক্রিকেটের পতনের গ্রাফ

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই পাকিস্তান ক্রিকেটের পারফরম্যান্স ওয়ানডে ও টেস্টে ক্রমাগত খারাপের দিকে গেছে।

  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনবার তারা: ৫ম, ৭ম, এবং ৯ম (সর্বনিম্ন)-এ দৌড় শেষ করেছে।
  • ওয়ানডে বিশ্বকাপে (২০১৯ ও ২০২৩) তারা পঞ্চম স্থানে থেকে সেমিফাইনালেই উঠতে পারেনি।
  • চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ৮ দলের মধ্যে গ্রুপ পর্বেই বাদ পড়েছে।

গিলেস্পির মতে, পাকিস্তান ক্রিকেটের ঐতিহ্যবাহী পেস বোলার নির্ভর দলগঠন বর্তমানে কোনও কাজে লাগছে না। কারণ, তাদের ব্যাটিং লাইনআপে বিশ্বমানের ব্যাটসম্যানের অভাব আছে। পাকিস্তান বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরিকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ করলেও দলটি এই ট্রফি খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না বলেই মনে করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। 

cricket pakistan Sunil Gavaskar Cricket News Jason Gillespie