খেলা চলছিল নর্দার্ন ওয়ারিয়র্স বনাম টিম আবু ধাবি দলের। সেই ম্যাচেই চাঞ্চল্যকর এমন দৃশ্যের জন্ম হল। জার্সি পুরোপুরি পরে ওঠার আগেই ফিল্ডার হতাশ হয়ে দেখলেন তাঁর সামনে দিয়েই বল বেরিয়ে যাচ্ছে। ছুঁয়ে ফেলছে বাউন্ডারি লাইন। সম্ভবত বোলার বুঝতে পারেননি তাঁর দলের কোনো ফিল্ডার জার্সি বদল করছেন, কিংবা ফিল্ডারও হয়ত ভাবতে পারেননি সেই মুহূর্তেই তাঁর কাছে বল আসবে। ঘটনা যাই হোক, ক্রিকেটের অন্যতম মজার দৃশ্য হয়েই থেকে যাবে সোমবার ম্যাচের এই ভিডিও।
সেই দৃশ্য দেখে প্রতিপক্ষ অধিনায়ক নিকোলাস পুরান ড্রেসিংরুমে থেকেই হাসিতে ফেটে পড়েন। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। সেই দুর্ভাগা ফিল্ডার হলেন সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের ক্রিকেটার রোহন মুস্তাফা। যিনি ট্রোলড হচ্ছেন।
Team Abu Dhabi versus Northern Warriors earlier today in the T10 League – the ball goes for 4 as the fielder Rohan Mustafa was too busy changing his jersey #T10League #Cricket pic.twitter.com/GvHZMhl2eq
— Saj Sadiq (@Saj_PakPassion) February 1, 2021
This made me go to Kayo and watch for myself (3:48:00 in). Rohan Mustafa getting dressed in the deep as the ball races past to the boundary pic.twitter.com/IqHOKpgCeZ
— Rick Eyre on cricket (@rickeyrecricket) February 1, 2021
Rohan Mustafa was changing his jersey when the ball came to him. #AbuDhabiT10 pic.twitter.com/FpWiSjQDEK
— Ali Raza (@alisanalysis) February 1, 2021
ক্রিকেট মহল তাঁর এই দায়িত্বজ্ঞানহীনতা মোটেই সহজ ভাবে নিচ্ছে না। অনেকেই দাবি করছেন, এই কাণ্ডের জন্য তাঁকে পরের ম্যাচে বসিয়ে দেওয়া হোক। ম্যাচে অবশ্য নর্দার্ন ওয়ারিয়র্স ৮ উইকেটে হারাল টিম আবু ধাবিকে। প্রথমে ব্যাট করে টিম আবু ধাবি জো ক্লার্ক (২৪ বলে ৫০) এবং বেন ডাকেটের (৩১ বলে ৭১) ব্যাটে ভর করে স্কোরবোর্ডে তুলেছিল ১২৩। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই সেই রান তুলে দেয় নর্দার্ন ওয়ারিয়র্স। ওপেনিং জুটিতেই লেন্ডল সিমন্স (২৫ বলে ৩৭) এবং ওয়াসিম মহম্মদ (৩৪ বলে ৭৬) ১২১ তুলে দেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন