ফিল্ডার জার্সি পরছিলেন। সেই সময়েই ব্যাটসম্যানের শট ধেয়ে এল তাঁর দিকে। জার্সি পুরোপুরি সামলে ওঠার আগেই বলে পেরিয়ে গেল বাউন্ডারি। এমনই মজার দৃশ্য এবার দেখা গেল আবু ধাবি টি১০ লিগে। যা নিয়ে রীতিমত হাসির রোল ক্রিকেট দুনিয়ায়।
খেলা চলছিল নর্দার্ন ওয়ারিয়র্স বনাম টিম আবু ধাবি দলের। সেই ম্যাচেই চাঞ্চল্যকর এমন দৃশ্যের জন্ম হল। জার্সি পুরোপুরি পরে ওঠার আগেই ফিল্ডার হতাশ হয়ে দেখলেন তাঁর সামনে দিয়েই বল বেরিয়ে যাচ্ছে। ছুঁয়ে ফেলছে বাউন্ডারি লাইন। সম্ভবত বোলার বুঝতে পারেননি তাঁর দলের কোনো ফিল্ডার জার্সি বদল করছেন, কিংবা ফিল্ডারও হয়ত ভাবতে পারেননি সেই মুহূর্তেই তাঁর কাছে বল আসবে। ঘটনা যাই হোক, ক্রিকেটের অন্যতম মজার দৃশ্য হয়েই থেকে যাবে সোমবার ম্যাচের এই ভিডিও।
সেই দৃশ্য দেখে প্রতিপক্ষ অধিনায়ক নিকোলাস পুরান ড্রেসিংরুমে থেকেই হাসিতে ফেটে পড়েন। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। সেই দুর্ভাগা ফিল্ডার হলেন সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের ক্রিকেটার রোহন মুস্তাফা। যিনি ট্রোলড হচ্ছেন।
ক্রিকেট মহল তাঁর এই দায়িত্বজ্ঞানহীনতা মোটেই সহজ ভাবে নিচ্ছে না। অনেকেই দাবি করছেন, এই কাণ্ডের জন্য তাঁকে পরের ম্যাচে বসিয়ে দেওয়া হোক। ম্যাচে অবশ্য নর্দার্ন ওয়ারিয়র্স ৮ উইকেটে হারাল টিম আবু ধাবিকে। প্রথমে ব্যাট করে টিম আবু ধাবি জো ক্লার্ক (২৪ বলে ৫০) এবং বেন ডাকেটের (৩১ বলে ৭১) ব্যাটে ভর করে স্কোরবোর্ডে তুলেছিল ১২৩। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই সেই রান তুলে দেয় নর্দার্ন ওয়ারিয়র্স। ওপেনিং জুটিতেই লেন্ডল সিমন্স (২৫ বলে ৩৭) এবং ওয়াসিম মহম্মদ (৩৪ বলে ৭৬) ১২১ তুলে দেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন