Advertisment

AFG-A Vs BAN-A: আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ! বাঘেদের মুখ পুড়ে কালো দ্বিতীয় ম্যাচেই

AFG-A Vs BAN-A, Emerging Teams Asia Cup: বাংলাদেশ হংকংয়ের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখল। রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তান বাংলাদেশকে হারাল চার উইকেটে।

author-image
IE Bangla Sports Desk
New Update
AFG A vs BAN A

ACC Emerging Asia Cup: আফগানিস্তানের কাছে হারতে হল বাংলাদেশকে (টুইটার)

AFG-A Vs BAN-A, Emerging Teams Asia Cup: প্ৰথম ম্যাচে কোনওরকমে হংকংয়ের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ এ দল। এবার এমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে আফগানিস্তান হারাল বাংলাদেশকে।

Advertisment

আফগান এ দল যাঁদের সমর্থকরা আফগানিস্তান আব্দলিয়ান্স বলে ডাকেন, তাঁদের হিরো সেদিকুল্লা অটল। রোমহর্ষক ম্যাচে ৫৫ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান তিনি। বাংলা টাইগার্স-এর বিওখে জয়ের জন্য আফগান দলটির শেষ ওভারে দরকার ছিল মাত্র ৬ রান। ছক্কা হাঁকিয়েই ম্যাচ ফিনিশ করে যান তিনি।

টসে জিতে আফগান অধিনায়ক প্ৰথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলাদেশি ওপেনার পারভেজ ইমন মারমার ইনিংস খেলে ৩২ বলে ৫৪ করে আউট হন কোয়েইস আহমেদের বলে। এরপরে তাওহিদ হৃদয় ৩১ বলে ৪২ করে বাংলাদেশি ইনিংসের হাল ধরেন।

পরবর্তীতে শামিম হোসেন ২৪ বলে ৩৮ করে বাংলাদেশ এ দলকে ১৬৪/৪ পর্যন্ত পৌঁছে দেন। আফগানিস্তানের হয়ে রান চেজ করতে নেমে সেদিকুল্লা অটল শেষ পর্যন্ত নটআউট থেকে যান। আলিস ইসলাম এবং রিপন ইসলাম প্ৰথমদিকে পরপর উইকেট হারিয়ে চাপে ফেলে দিয়েছিল আফগান দলকে।

পাওয়ার প্লের মধ্যে আফগানিস্তান ৫২/২ তুলেছিল। শেষ ৪২ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ৭১ রান প্রয়োজন ছিল। শহিদুল্লা ১৩ তম ওভারে আউট হওয়ার পর আফগানিস্তান বিপদে পড়ে গিয়েছিল আরও।

এই অবস্থা থেকে বিস্ফোরক ইনিংসে আফগান দলটিকে হারিয়ে দেন সেদিকুল্লা। তিনিই ম্যাচের সেরা। আফগানিস্তান টানা দুটো ম্যাচে জয় পেল। গ্রুপে আপাতত আফগানিস্তানই শীর্ষে রয়েছে।

Asia Cup Bangladesh Cricket Cricket News Afghanistan Afghanistan Cricket Team Bangladesh Cricket Team
Advertisment