Abhishek Sharma heated exchange with Pakistan bowler during India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম প্রতিদ্বন্দ্বিতা। এখন সিনিয়র পর্যায়ে সম্প্রীতির আবহেও ছলকে বেরোয় সেই পুরোনো উত্তাপ। এমার্জিং এশিয়া কাপে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানে। সেই ম্যাচেই এবার গনগনে পরিস্থিতি তৈরি হল।
প্ৰথমে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার প্রভসিমরণ সিং এবং অভিষেক শর্মা ধুন্ধুমার ব্যাটিং করছিলেন। পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করে বল মাঠের বাইরে পাঠাচ্ছিলেন নিজেদের ইচ্ছামত। প্রভসিমরণ আগ্রাসী ব্যাটিংয়ের সূচনা করেছিলেন। তাতে যোগ দেন অভিষেকও।
দুজনের মারকাটারি ব্যাটিংয়ে হতাশ হয়ে পড়েন পাক বোলাররা। চোখের পলকে পাওয়ার প্লে শেষ হওয়ার অনেক আগেই ভারত ফিফটি করে ফেলেছিল। ভারতের বিধ্বংসী ওপেনিং জুটিতে ভাঙন ধরান সুফিয়ান মুকিম। বাঁ হাতি পাক স্পিনার অফস্ট্যাম্পের বাইরে লেন্থ বল করেছিলেন। অভিষেককে স্লগ করার প্রলোভন দেখিয়েছিলেন। সেই ফাঁদে পা দিয়েই অভিষেক বিগ হিট নিয়ে গিয়ে টাইমিংয়ের হেরফের ঘটিয়ে ফেলেন। পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরতে হয় সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটারকে।
Sufyan Muqeem showing Abhishek Sharma his real place after taking his wicket 😂 pic.twitter.com/TzomYBg71V
— not that thor (@babarfied) October 19, 2024
এই আউটের পরেই যত বিতর্কের সূত্রপাত। আউট করার পরমুহূর্তেই মুকিম মৌখিকভাবে গালিগালাজ করে বসেন প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকা অভিষেককে। এতক্ষণ চুপ থাকা অভিষেক এরপরে মেজাজ হারিয়ে পাল্টা তেড়ে যান। মুখের মত জবাব দেন পাক স্পিনারকে। দুজনের আগ্রাসন সীমা লঙ্ঘন করলে আম্পায়ার দুজনকে আলাদা করেন।
অভিষেক (২২ বলে ৩৫) আউট হয়ে গেলেও প্রভসিমরণ সিং (১৯ বলে ৩৬) ক্যাপ্টেন তিলক ভার্মা (৩৫ বলে ৪৪), নেহাল ওয়াদেরা (২৫), রামানদীপ সিংরা (১৭) ভারতকে ২০ ওভারে ১৮৩-এ পৌঁছে দেয়। এই রান চেজ করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল পাকিস্তান।
তবে রসিক সালাম দারের ডেথ ওভারের স্পেল সামলাতে পারেনি পাক এ দল। অংশুল কম্বোজ তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। রসিক সালাম দার এবং নিশান্ত সিন্ধু দুজনেই দুটো করে উইকেট নিয়ে যান।