কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এল তৃতীয় সোনা। বাংলার অচিন্ত্য শিউলির হাত ধরেই এবারের কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। ২০ বছর বয়সি অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনার পদক জয় করলেন। অচিন্ত্য স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছেন। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নয়া ইতিহাস কায়েম করলেন। মোট ৩১৩ কেজি ওজন তোলার সঙ্গেই তিনি সোনার পদকও জয় করলেন।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে এল ভারতের তৃতীয় সোনা। ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে গোল্ড মেডেল গলায় ঝোলালেন বাংলার অচিন্ত্য শিউলি। একেবারেই নিন্মবিত্ত পরিবারের ছেলের সোনা জয়ের পথটা খুব একটা মসৃণ ছিল না। বাবা ছিলেন পেশায় ভ্যান চালক। বেশ কয়েকবছর আগেই মারা গিয়েছেন। তারপরই সংসারে নেমে আসে অন্ধকার। ভাইকে আগামীর পথ দেখাতে নিজের স্বপ্ন বিসর্জন দেন দাদা। সোনা জিতেই অচিন্ত্য এই পদক দাদা ও কোচকে উৎসর্গ করেছেন। বাংলার অচিন্ত্যর সোনা জয়ে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, 'কমনওয়েলথ গেমসে বাংলার অচিন্ত্যর সোনা জেতা আমাদের সকলের জন্য এক গর্বের মুহূর্ত। তাঁকে আন্তরিক অভিনন্দন, তোমার সাফল্য অন্যদের অণুপ্রানিত করবে'।
অচিন্ত্যের সোনার পদকের হাত ধরেই ভারতের ঝুলিতে এল মোট তিনটি সোনা সহ ৬ টি পদক। এর আগে মীরাবাঈ চানু তারপর জেরেমি লালরিননুঙ্গার হাত ধরেই ভারোত্তলন বিভাগে সোনার পদক এসেছে ভারতের ঝুলিতে। পুরুষদের ৬৭ কেজি বিভাগে সোনা জিতে গতকালই রেকর্ড গড়েন ১৯ বছরের আইজলের ভারোত্তোলক জেরেমি। জেরেমির আগে মহিলাদের ৫৫ কেজি বিভাগে ভারতকে রুপোর পদক এনে দিলেন বিন্দ্যারানি দেবী।
কমনওয়েলথ গেমসে চানুর হাত ধরেই দেশ জিতেছে প্রথম সোনা। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা এখন ৬। এর আগে পুরুষদের ৫৫ কেজি বিভাগে সংকেত সরগর রৌপ্য পদক এবং পি গুরুরাজা পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে ভারতের পদক জয়ের রাস্তাকে মসৃণ করে তুলেছিল। কমনওয়েলথ গেমস শুরুর থেকেই নিজের পদক জয়ের ব্যপারে একেবারে নিশ্চিত ছিলেন মীরাবাঈ চানু। আর মীরাবাঈ চানু-জেরেমি লালরিননুঙ্গার দেখান পথেই আরও একবার দেশের মুখ উজ্জ্বল করলেন হাওড়ার তরুণ এই ভারোত্তোলক। অপরদিকে ভারতের মহিলা ক্রিকেট পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করেছে। সেই সঙ্গে পুরুষ হকি দল ঘানাকে ১১-০ গোলে পরাজিত করেছে পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টন দল দক্ষিণ আফ্রিকাকে ৩-০ গোলে হারিয়ে গেমসের সেমিফাইনালে পৌঁছেছে।