scorecardresearch

ধোনি-কোহলি-শচীন নন, বিশ্বের ধনীতম ক্রিকেটার নাকি গিলক্রিস্ট! বেনজির দাবির পরেই সত্যিটা জানা গেল

বিশ্বের ধনীতম ক্রিকেটার কি গিলক্রিস্ট

ধোনি-কোহলি-শচীন নন, বিশ্বের ধনীতম ক্রিকেটার নাকি গিলক্রিস্ট! বেনজির দাবির পরেই সত্যিটা জানা গেল

ভ্রান্তিবিলাস, তা-ও আবার সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের তরফে। যেখানে অ্যাডাম গিলক্রিস্টকে ২০২৩-এর ধনীতম ক্রিকেটার বলে দাগিয়ে দেওয়া হল। বলা হল, শচীন তেন্ডুলকর, এমএস ধোনি এমনকি বিরাট কোহলিকে ছাপিয়ে গিলক্রিস্টের মোট আয়ের পরিমাণ ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার।

আসলে এই পরিমাণ অর্থের মালিক ক্রিকেটার গিলক্রিস্ট নন, তাঁর সমনামী উদ্যোগপতির। যিনি অস্ট্রেলিয়ান বেসড বিশ্বের ফিটনেস চেন এফ৪৫-এর প্রতিষ্ঠাতা।

ম্যাগাজিনের এই ভুল ধরিয়ে দিতে টুইটারে মুখ খুললেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উইকেটকিপার ব্যাটসম্যান। ম্যাগাজিনের তরফে ধনীতম দশ ক্রিকেটারের তালিকা রিটুইট করে গিলক্রিস্ট বলে দিয়েছেন, “বন্ধুরা এখানে একটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। যদি না আমার সমনামী যিনি এফ৪৫ ক্রিকেট খেলে থাকেন। সেক্ষেত্রে এটা পুরোপুরি নির্ভুল হবে।”

সেই তালিকায় গিলক্রিস্টের ভুল বাদ দিলে বাকি নয়জনের মধ্যে পাঁচজন ভারতীয় জায়গা করে নিয়েছেন। তালিকায় শীর্ষে শচীন তেন্ডুলকর (১৭০ মিলিয়ন ইউএসডি)। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে এমএস ধোনি (১১৫ মিলিয়ন ইউএসডি) এবং বিরাট কোহলি (১১২ মিলিয়ন ইউএসডি)। সেই তালিকায় রয়েছেন যুবরাজ সিং (৩৫ মিলিয়ন মার্কিন ডলার) এবং বীরেন্দ্র শেওয়াগও (৪০ মিলিয়ন মার্কিন ডলার)।

অস্ট্রেলিয়া থেকে এই তালিকায় জায়গা পেয়েছেন গিলক্রিস্টের জাতীয় দলের সতীর্থ এবং ক্যাপ্টেন রিকি পন্টিং (৭৫ মিলিয়ন মার্কিন ডলার) এবং বর্তমান অজি সুপারস্টার স্টিভ স্মিথ (৩০ মিলিয়ন মার্কিন ডলার)।

সেই ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা (৬০ মিলিয়ন মার্কিন ডলার) এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসও (৭০ মিলিয়ন মার্কিন ডলার) বিশ্বের সেরা দশ ধনী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Adam gilchrist worlds richest sachin tendulkar virat kohli ms dhoni net worth mistaken identity