Advertisment

লিডসের রশিদ মনে করালেন রাঁচির ধোনিকে

বিশ্বকাপের আগে ঘরের মাঠে দুরন্ত ড্রেস রিহার্সাল সেরে নিল ইংল্যান্ড। গত রবিরার লিডসের হেডিংলিতে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েই পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৪-০ জিতে নেয় ইংল্যান্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Adil Rashid pulls off an MS Dhoni during England vs Pakistan 5th ODI with perfect no-look run-out

লিডসের রশিদ মনে করালেন রাঁচির ধোনিকে (ছবি-টুইটার)

বিশ্বকাপের আগে ঘরের মাঠে দুরন্ত ড্রেস রিহার্সাল সেরে নিল ইংল্যান্ড। গত রবিরার লিডসের হেডিংলিতে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েই পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৪-০ জিতে নেয় ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। আর এই ম্যাচে ইংল্য়ান্ডের স্পিনার রশিদ আলি মনে করালেন ভারতের এমএস ধোনিকে।

Advertisment

রশদি নো-লুক (না-দেখেই অব্যর্থ থ্রোয়ে উইকেট ভেঙে দেওয়া) রানআউট করলেন বাবর আজমকে। এই আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইংল্যান্ডের ৩৫১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ৬ রানের মধ্যে তাঁদের দুই ওপেনার ফখর জামান (০) ও আবিদ আলি (৫) ফিরে যান।

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: মহারণের আগে তারকা ব্রিটিশ অলরাউন্ডার বললেন তিনি কোহলির বিরাট ফ্যান

তিনে ব্যাট করতে এসে পাকিস্তানের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাবর। ১০১ মিনিট ক্রিজে থেকে ৮৩ বলে ৮০ রানের ইনিংস খেলে ফেলেন তিনি। তখনই রশিদ কামাল করলেন। পাক ইনিংসের ২৭ নম্বর ওভারের ঘটনা। বাবরের সঙ্গে ব্যাট করছিলেন সরফরাজ আহমেদ। পাক অধিনায়ক লেগ সাইডে বল ঠেলে দিয়ে সিঙ্গল রানের জন্য় ক্রিজ ছাড়েন। ততক্ষণে বাবর ক্রিজের মাঝখানে চলে এসেছিলেন। জস বাটলার ঝড়ের বেগে বল সংগ্রহ করে আলিকে লক্ষ্য করে ছুঁড়ে দেন। তখনই আলি নো-লুক রানআউট করেন বাবরকে। সোশাল মিডিয়ায় এই রান আউট ভাইরাল হয়ে যায়। সকলেই ধোনির সঙ্গে রশিদের তুলনা টানা শুরু করেন।

আজ থেকে তিন বছর আগে অনেকটা এভাবেই রস টেলরকে রান আউট করেন ধোনি। সেবার ভারত-নিউজিল্যান্ডের চতুর্থ ওয়ান-ডে চলছিল ধোনির ঘরের মাঠ রাঁচিতে। আর এই রান আউটের পর থেকেই নো-লুক রানআউট আলাদা জায়গা করে নেয়।

pakistan England
Advertisment