Advertisment

নিউজিল্যান্ডের মাটিতে জারি থাকবে ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা

আগামিকাল কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে রোহিত শর্মাদের তিন ম্যাচের টি-২০ সিরিজের অভিযান শুরু হচ্ছে। আর এই সিরিজেই ভারতের সামনে সুবর্ণ সুযোগ থাকছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছুঁয়ে ফেলার।

author-image
IE Bangla Web Desk
New Update
India could equal Pakistan’s record in T20Is

নিউজিল্যান্ডের মাটিতে জারি থাকবে ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা (ছবি-টুইটার)

নিউজিল্যান্ডের মাটিতে জারি থাকবে ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা। আগামিকাল কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে রোহিত শর্মাদের তিন ম্যাচের টি-২০ সিরিজের অভিযান শুরু হচ্ছে। আর এই সিরিজেই ভারতের সামনে সুবর্ণ সুযোগ থাকছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছুঁয়ে ফেলার। শেষ ১০টি টি-২০ সিরিজে ভারত হারের মুখ দেখেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে ভারত ১১টি টি-২০ সিরিজে অপ্রতিরোধ্য় থাকার রেকর্ড করবে। বর্তমানে পাকিস্তানের ঝুলিতে রয়েছে টানা ১১টি টি-২০ সিরিজে না-হারার নজির।

Advertisment

শেষ ১০টি দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে ভারত আটবার জিতেছে। দু'বার ড্র হয়েছে। ২০১৭-র জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি মাত্র টি-২০ ম্যাচে ভারত হেরেছিল। তারপর থেকে হারের মুখোমুখি হয়নি টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারত ড্র করে। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডকে ২-১ হারিয়েছে। শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ জয় পেয়েছে। এরপর রয়েছে নিদাহাস ট্রফি জয়। এরপর আয়ারল্যান্ডকে ২-০ ও ইংল্যান্ডকে ২-১ হারিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকেও ঘরের মাঠে ভারত ৩-০ হারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-১ ড্র করেছে।

আরও পড়ুন: কিংকে ছাপিয়ে নয়া নজিরের হাতছানি হিটম্যানের সামনে

২০১৬ বিশ্বকাপের পর থেকে পাকিস্তান সবক'টি টি-২০ সিরিজ জিতেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ সিরিজ খুইয়ে বাবর আজমদের অশ্বমেধের ঘোড়ার চাকা থেমে যায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ করে ভারত দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু'ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। নিউজিল্যান্ডের পর যদি ভারত অস্ট্রেলিয়াকেও হারাতে পারে তাহলে ভারত ডজন টি-২০ সিরিজে অপ্রতিরোধ্য থাকবে। এই রেকর্ড রয়েছে পাকিস্তানের ঝুলিতে।

India pakistan
Advertisment