Advertisment

India vs Uzbekistan Football Match: উজবেকদের সামনে উজবুক ভারতীয় দল! ৩ গোলের মালা নিয়ে গ্রুপ থেকেই বিদায় সুনীলদের

AFC Asian Cup 2023: প্রথমার্ধের ঝড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল ভারত। রক্ষণে ব্যাপক ফাঁকফোকর। তাঁর পুরো ফায়দা তুলেই উজবেকিস্তান বিরতির আগে নাকানিচোবানি খাইয়ে গেল। উজবেকদের ঝড় আটকাতেই পারল না ঈগর স্টিম্যাচের দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Uzbekistan Football, AFC Asian Cup 2023, AFC Asian Cup 2024 Live Telecast

India vs Uzbekistan, AFC Asian Cup 2023: উজবেকিস্তানের কাছে শোচনীয়ভাবে হারতে হল ভারতকে (টুইটার)

উজবেকিস্তান: ৩ (ফায়েজুল্লায়েভ, সেরগিভ, নাসিরুল্লায়েভ)
ভারত: ০

Advertisment

India vs Uzbekistan Score: পারল না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুখোড় ডিফেন্সিভ ফুটবলের নমুনা তুলে ধরে মাত্র ২ গোল হজম করেছিল ব্লু টাইগাররা। তবে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2024) দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না ভারত। ০-৩ গোল হজম করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল সুনীল ছেত্রীদের।

India vs Uzbekistan head-to-head record

প্রথমার্ধের ঝড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল ভারত। রক্ষণে ব্যাপক ফাঁকফোকর। তাঁর পুরো ফায়দা তুলেই উজবেকিস্তান বিরতির আগে নাকানিচোবানি খাইয়ে গেল। উজবেকদের ঝড় আটকাতেই পারল না ঈগর স্টিম্যাচের দল। মাত্র পাঁচ মিনিটে ভারত প্ৰথম গোল হজম করে। কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোল। প্ৰথম ২০ মিনিটেই জোড়া গোলের পর ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়ে যায় তখনই। এরপরে প্রথমার্ধের শেষের দিকে ভারত পাল্টা আক্রমণ চালিয়ে গোলশোধ করার দিকে ঝুঁকেছিল। তবে বিরতির আগেই তৃতীয় গোলে ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দেন উজবেক ফুটবলার।

আরও পড়ুন: ডার্বি জয়েই পাকা হবে সেমির টিকিট! ইস্ট-মোহন দ্বৈরথ দেখা যাবে এই চ্যানেলেই ফ্রিতে, জানুন বিস্তারিত

AFC Asian Cup 2024 Live Telecast Details

ধারে ভারে অনেক এগিয়ে উজবেকিস্তান। মধ্য এশিয়ার এই দলটি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে শীর্ষস্থান দখল করেছিল। CAFA নেশন্স কাপে গত জুনেই ফাইনালে পোঁছেছিল। অস্ট্রেলিয়ার থেকে ফিফা ক্রমতালিকায় পিছিয়ে থাকলেও আক্রমণ-এর বিষদাঁত কোনও অংশে কম নয়। আর উজবেকিস্তানের ফ্রি ফ্লোয়িং ফুটবলকে শান্ত রাখতেই হিমশিম খেল ভারত, গোটা ম্যাচ জুড়ে।

মহাদেশীয় এই টুর্নামেন্টে রক্ষণভাগ পরীক্ষার মুখে পড়বেই। সেটাই হল ভারতের সঙ্গে বৃহস্পতিবার। ভারত প্ৰথম গোল হজম করল গুরপ্রীতের সেই একই ভুলে। উজবেকদের ক্রস সংগ্রহ করতে ঠিক সময়ে এগিয়ে আসেননি তিনি। আর তাতেই জালে বল জড়িয়ে যান ফায়েজুল্লায়েভ। দ্বিতীয় গোল এল সোজা একটা ক্রস রাহুল ভেকে ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায়। বিরতির আগে তিন নম্বর গোলের ক্ষেত্রে উজবেকরা ভারতের গোলের মুখে সুযোগ পেতেই দলকে তৃতীয় গোল এনে দেন নাসিরুল্লায়েভ।

অস্ট্রেলিয়া ম্যাচের আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলের খোলস ঝেড়ে ভারত এদিন অবশ্য বেশ সদর্থক ফুটবল উপহার দিল। তৃতীয় গোলের আগে ভারত বল পজেশন নিজেদের দখলে নিয়ে মুহুর্মুহু আক্রমণের ঢেউ তুলে গেল। মহেশ, সুনীলরা উজবেক রক্ষণকে ব্যস্ত রেখেছিল অধিকাংশ সময়ে। তবে ঠিক সময়ে কাজের কাজ করে গেল উজবেকিস্তান।

বিরতির আগেই তিন গোল হজম করে ফেলায় দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ভারত বল পজেশনে আধিপত্য রেখে খেলে গেল। উজবেকিস্তানের স্ট্র্যাটেজি ছিল প্রতি আক্রমণে ভারতকে নাজেহাল করা। তবে বিরতির পর আর গোল হয়নি।

Football Indian Football indian football team
Advertisment