Advertisment

৯৬ মিনিটে গোলহজম! চিনের কাছে দাদাগিরি দেখিয়েও স্বপ্নভঙ্গ ভারতের

ডালিয়ানে ভালো খেলেও হারল ভারত

author-image
Subhasish Hazra
New Update
ind-china

ভারত বনাম চিন ম্যাচের এক মুহূর্ত

ভারত: ১ (হু হেতাও-আত্মঘাতী)

চিন: ২ (তাও কুয়ানলং, মেহমাতি)

Advertisment

কয়েকদিন আগেই কিংস কাপে শেষরক্ষা হয়নি ভারতের। শক্তিশালী ইরাকের বিপক্ষে সেরার সেরা লড়াই করে টাইব্রেকার শুট আউটে হেরে বসেছিল টিম ইন্ডিয়া। এবার অনুর্দ্ধ-২৩ এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে প্ৰথম ম্যাচেই হেরে বসল ভারতীয় দল। চিনের কাছে শেষ মুহূর্তে গোলহজম করে ১-২ গোলে হেরে গেল ভারত।

প্রথমার্ধে দুই দলই গোলশূন্যভাবে খেলা শেষ করেছিল। ৬৮ মিনিটে স্পট কিক থেকে গোল করে চিনকে এগিয়ে দেন তাও কিয়ানলং। ৯৩ মিনিটে রুদ্ধশ্বাসভাবে ভারত সমতা ফিরিয়েছিল চিনের হু হেতাও আত্মঘাতী গোল করে বসায়। তবে তিন মিনিট পরেই ভারতের স্বপ্নভঙ্গ করে দেন নাইবিজিয়াং মোহেমেটি। ৯৬ মিনিটে গোলহজম করে ভারত হেরে বসে।

কোচ ক্লিফোর্ড মিরান্ডা চিনকে হারানোর লক্ষ্য নিয়েই দল সাজিয়েছিলেন শনিবার। ছবির মত সাজানো ডালিয়ান স্টেডিয়ামে ভারত লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল রেফারির বাঁশি বাজার শুরু থেকেই। রোহিত দানু, শিবশক্তি জুটি বেশ পজিটিভভাবেই শুরু করে। চিন রক্ষণকে ভালোই বেগ দিচ্ছিল ভারতের দুই তরুণ ফরোয়ার্ড।

সময় গড়ানোর সঙ্গে চিন অবশ্য ম্যাচে ফেরে। ভারতীয় রক্ষণকে ভালোই বেগ দিচ্ছিল চিনারা। তবে সঞ্জীব স্ট্যালিন, জিতেন্দ্র সিং ভালভাবে সামলে দিচ্ছিলেন। ভিবিন মোহানন বিরতির আগে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। চিনও গোল মুখ খুলতে ব্যর্থ হয় হাফটাইম পর্যন্ত। বিরতির পর সুহেল ভাট ভারতকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন।

৬৬ মিনিটে মোহানন হ্যান্ডবল করে ফ্রিকিক কনসিড করেন। তবে বক্সের বাইরে থেকে সেই ফ্রিকিক দারুণভাবে গোলে রেখেছিলেন চিনের আইসিকায়ের। তবে গিল দুর্ধর্ষভাবে সেভ করে দেন।

৬৬ মিনিটে মোহানন বক্সের মধ্যে চিনের ক্যাপ্টেন লিউ হাউফানকে ফাউল করলে পেনাল্টি হজম করে। সেখান থেকেই চিনকে এগিয়ে দেন তাও কুয়ানলং। এরপরে একাধিকবার ভারত সুযোগ পেয়েও সমতা ফেরাতে পারেনি।

তবে অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে ভারত ফ্রিকিক পায়। সেই স্পটকিক চিনা ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ভারতের উল্লাস অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। ৯৬ মিনিটে বাঁশি বাজার ঠিক আগে ডান দিক থেকে উড়ে আসা ক্রস ধরে জয়সূচক গোল করে যান অরক্ষিত থাকা মেহমাতি।

এশিয়ান কাপের কোয়ালিফিকেশন পর্বে ভারত পরবর্তী ম্যাচে খেলবে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে। আগামী মঙ্গলবার।

এগারো গ্রুপের শীর্ষস্থানাধিকারী দলের সঙ্গে সেরা চার দ্বিতীয় স্থানে থাকা দল মূলপর্বে খেলবে।

ভারতীয় একাদশ:

প্রভসুখন গিল, সুমিত রাঠি, নরেন্দর, জিতেন্দ্র সিং, শিবশক্তি নারায়ণ, রোহিত দানু, পার্থিব গগৈ, সঞ্জীব স্ট্যালিন, বিভিন মোহানন, থৈবা মৈরাংথম, সুহেল আহমেদ ভাট

indian football team Indian Team china Indian Football
Advertisment