Advertisment

যুবভারতীতে বজ্রপাত! বন্ধ এটিকে মোহনবাগান-বসুন্ধরার AFC মহারণ

প্ৰথম ম্যাচেই বাগান বাহিনী বিধ্বস্ত হয়েছে গোকুলাম কেরালার কাছে। শনিবার এটিকে মেরিনার্সদের সামনে ছিল বসুন্ধরা চ্যালেঞ্জ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মাঠে কার্যত বল গড়াল না। তার আগেই এএফসির গ্রুপ পর্বের ম্যাচ স্থগিত হয়ে গেল যুবভারতী স্টেডিয়ামে। শনিবার এএফসির রুদ্ধশ্বাস লড়াই ছিল এটিকে মোহনবাগানের সঙ্গে বসুন্ধরা কিংসের।

Advertisment

৪.৩০ থেকে ম্যাচ শুরু ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে মাত্র চার মিনিট ম্যাচ খেলিয়েই বন্ধ হয়ে গিয়েছিল। দু-তিন মিনিট পরে পুনরায় খেলা শুরু হলেও বেশিক্ষণ টানা যায়নি। দুপুর থেকেই আকাশ কালো করে এসেছিল। ম্যাচ শুরুর সময় থেকেই ঘনঘন বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হয়।

পরে অপেক্ষা করার পরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচ অফিসিয়ালরা খেলা বন্ধ করতে বাধ্য হন।

ম্যাচ শুরুর সময় থেকেই তুমুল ঝড় বৃষ্টির প্রকোপ। প্রবল ঝরে স্টেডিয়ামেট এক চাল-ও উড়ে যায়। সাইড লাইনের ধারে বিজ্ঞাপনী ব্যানার ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। প্রকৃতির এমন রুদ্রমূর্তি দেখে খেলা চালিয়ে যাওয়ার সাহস দেখাননি রেফারি। পরে খেলা পুনরায় চালু করা হয়।

বিস্তারিত আসছে…

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan atk-mohun-bagan
Advertisment