মঙ্গলবার যুবভারতীতে আবাহনীকে বিধ্বস্ত করল মোহনবাগান। কার্যত উড়িয়েই দিল বাংলাদেশি প্রতিপক্ষকে। আর দ্বিতীয় প্লে অফে জয়ের পরেই এএফসি কাপের সাউথ জোনের গ্রুপে পৌঁছে গেল মোহনবাগান।
আইএসএল-এ চ্যাম্পিয়ন হওয়ার পর হায়দরাবাদ এফসিকে গত মে মাসে হারিয়েছিল বাগান। তারপর প্লে অফে মঙ্গলবার আবাহনীকে উড়িয়ে দেওয়ার আগে গত সপ্তাহেই নেপালের মাছিন্দ্রাকে হারায় বাগান।
গ্রুপের বিন্যাস অনুযায়ী কঠিন লড়াই অপেক্ষা করছে সবুজ মেরুন শিবিরের কাছে। আইএসএল-এর লিগ শিল্ড উইনার্স ওড়িশা এফসি সরাসরি কোয়ালিফাই করেছে দক্ষিণাঞ্চলের মূল পর্বে। বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে গ্রুপে রয়েছে বসুন্ধরা কিংস। মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন মাজিয়া থাকছে বাগানের গ্রুপ প্রতিপক্ষ। গত সিজনেই মাজিয়া, বসুন্ধরাকে হারিয়েছিল বাগান।
আরও পড়ুন: সবুজ মেরুন ঝড়ে যুবভারতীতে বিসর্জন আবাহনীর! কামিন্স-সাদিকু উপরে ফেললেন বাংলাদেশিদের
তবে গ্রুপে মোহনবাগানকে বেগ দিতে পারে ওড়িশা এফসি। সের্জিও লোবেরার কোচিংয়ে কলিঙ্গ রাজ্যের দলটি বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে এবার। দিয়েগো মরিসিওর সঙ্গে আক্রমণে রয়েছেন বাগানের একদা হার্টথ্রব রয় কৃষ্ণ। যিনি পুরোনো দলকে সবক শেখানোর জন্য তৈরি থাকবেন। বিদেশি হিসাবে রয়েছেন আইএসএল-অভিজ্ঞ ডিফেন্ডার কার্লোস দেলগাদো। মুর্তাদা ফলের সঙ্গে জুটি বাঁধবেন তিনি সেন্ট্রাল ডিফেন্সে। এছাড়াও মাঝমাঠে থাকবেন মিডফিল্ড জেনারেল আহমেদ জাহু।
তবে ওড়িশা এফসি বনাম মোহনবাগান ম্যাচ যতই ফেরান্দো বনাম লোবেরা দ্বৈরথ হিসাবে দেখা হোক না কেন, আসল লড়াই রয় কৃষ্ণ বনাম মোহনবাগান। এক সিজন আগেই মোহনবাগান থেকে ট্রান্সফার নিয়ে ফিজির সুপারস্টার নাম লিখিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেভাবে নজর কাড়তে পারেননি সুনীল ছেত্রীর সঙ্গী হিসেবে। এবার দিয়েগো মরিসিওর সঙ্গে জুড়ি বেঁধে বাগানে দুশ্চিন্তা আমদানি করতে পারবেন, সেটাই দেখার।