/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/lobera-ferrando.jpg)
হলুদ কার্ড নিয়ে দ্বিমত ফেরান্দো-লোবেরার (টুইটার)
মাত্র একটা কার্ড। তাতেই গোলের বন্যা বইয়ে দিল সবুজ মেরুন শিবির। ভাবা হয়েছিল ওড়িশা এফসি শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দেবে মোহনবাগানের কাছে। তবে এএফসি কাপে গ্রুপ পর্বের প্ৰথম ম্যাচেই গোলের সুনামি। একটা নয়, দুটো নয়, চার-চারটে গোল করল সবুজ মেরুন শিবির।
প্রথমার্ধে মোহনবাগানের হেভিওয়েট আক্রমণকে শান্ত করে রেখেছিল ওড়িশা রক্ষণ। গোলের জন্য মাথা খুঁড়তে হচ্ছিল সাদিকু, মনবীরদের। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাবে আবির্ভূত হয় ৪৩ মিনিট। যে সময়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ওড়িশা সেন্ট্রাল ব্যাক মুর্তাদা ফলকে।
এর আগে বুমোসকে ফাউল করে হলুদ কার্ড হজম করেছিলেন সেনেগালিজ ডিফেন্ডার। তবে বিরতির আগে আরও একবার চ্যালেঞ্জ করে সরাসরি মার্চিং অর্ডার দেখতে হয় মুম্বই সিটি এফসির প্রাক্তন তারকাকে।
আর ম্যাচের পর সরাসরি দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে আপত্তি জানিয়ে গেলেন ওড়িশা বস সের্জিও লোবেরা। বলে গেলেন, "রেফারিদের কাজ বেশ কঠিন। তবে দ্বিতীয় ক্ষেত্রে ওটা মোটেই হলুদ কার্ড ছিল না।"
What a WIN! Sahal’s powerful finish, Dimi’s double and Liston’s brilliant header secure a 4-0 win over Odisha FC! 🔥
Joy Mohun Bagan 💚♥️#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/H5QflaRwHo— Rwichik Bhattacharyya (@IamRwichik) September 19, 2023
যদিও লোবেরার বক্তব্যের সঙ্গে একমত নন হুয়ান ফেরান্দো। ম্যাচের পর পাল্টা বাগানের স্প্যানিশ বস জানিয়ে দিয়েছেন, "ওটা স্পষ্ট লাল কার্ড ছিল। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। তাই প্রথমার্ধের মতই দ্বিতীয়ার্ধেও স্পেস খুঁজে বের করতে পেরেছে। মুর্তাদা না থাকার জন্যই যে আমরা চার গোল করেছি, এমনটা নয়।"
বিরতির ঠিক আগেই ১০ জন হয়ে যাওয়ার পর বাগানের ঝড় ওঠা ছিল সময়ের অপেক্ষা। সেটাই হল। কলিঙ্গ স্টেডিয়ামে গোলের মালা পরালেন সবুজ মেরুন তারকা। প্ৰথমে গোল বন্যার সূচনা করে যান সাহাল আব্দুল সামাদ। এরপরে জোড়া গোল আসে দিমিত্রি পেত্রাতোসের পা থেকে। মাঝে ব্যবধান বাড়িয়ে গোল করে যান সুপার সাব লিস্টনও।
সবমিলিয়ে স্বপ্নের পারফরম্যান্স মোহনবাগানের। যাতে কার্যত উড়ে গেল ওড়িশা। সের্জিও লোবেরা অবশ্য দলের পাশেই দাঁড়াচ্ছেন, "মোহনবাগান যথেষ্ট শক্তিশালী দল। তবে আমরাও লড়াই দিয়েছি। গোলের সুযোগ আমরাও পেয়েছি। দল হিসেবে উন্নতির অবকাশ রয়েছে। তবে প্রথমার্ধে দশ জনের দল যেভাবে মোহনবাগানকে রুখে দিয়েছিল, তাতে ফুটবলারদের জন্য আমি গর্বিত।"
🎥 HIGHLIGHTS | 🇮🇳 Odisha FC 0️⃣-4️⃣ Mohun Bagan Super Giant 🇮🇳
The side from Kolkata emerge clear winners in Group D's all-Indian clash 🔝
Match Report 🔗 https://t.co/CDVWqRgzzQ#AFCCup | #OFCvMBGpic.twitter.com/mrUBVCMx4X— #AFCCup (@AFCCup) September 20, 2023
ওড়িশা এফসির কোয়ালিটি নিয়ে মুখ খুলেছেন হুয়ান ফেরান্দোও। বলছেন, "প্রতিপক্ষ দল ভারতীয় ফুটবলের সেরা তিনটে দলের অন্যতম। ওঁদের প্লেয়ার, কোচ, টিম ম্যানেজমেন্ট অন্যতম সেরা। ভালো প্রতিভা রয়েছে ওঁদের স্কোয়াডে। অবিশ্বাস্য দল ওঁরা।"
এই হার পিছনে সরিয়ে সামনে এগোনোর বার্তা দিয়েছেন লোবেরা। বলেছেন, "এই হারকে ভুলে সামনের দিকে তাকাতে হবে। আসন্ন ম্যাচে ফোকাস করতে হবে। প্রথমার্ধে নিজেদের প্ল্যানিং ঠিকঠাক প্রয়োগ করা উচিত ছিল আমাদের। প্রত্যেক ম্যাচেই আমাদের উন্নতি করে যেতে হবে। সাফল্যের জন্য ক্রমাগত উন্নতি করতে হবে।"