তিনবারের সাক্ষাৎ। এর মধ্যে দুবার-ই সহজ জয়। একবার ড্র। সেই অর্থে আতুপুতু প্রতিপক্ষ। তবে ইতিহাস সঙ্গে থাকলেও মোহনবাগান কোনওভাবেই বাংলাদেশের আবাহনীকে খাটো করে দেখছে না। কারণ একটাই, সাম্প্রতিক ফর্ম। এবং বিদেশিদের বহর।
বাংলাদেশের লিগে রানার্স দলটি এএফসি কাপের সাউথ জোনের গ্রুপে কোয়ালিফাই করার আগে মালদ্বীপের ঈগলস এফসিকে কার্যত উড়িয়ে দিয়েছে। স্রেফ এএফসি কাপে ভালো খেলার বাসনায় আবাহনী এবার তিনজন বিদেশিকে ৩০ দিনের চুক্তিতে সই করিয়েছে। যা নিয়ে ম্যাচের আগেই হৈচৈ পড়ে গিয়েছিল।
আবাহনী লিমিটেড এবার আটজন বিদেশি ফুটবলারকে সই করিয়েছে। ড্যানিয়েল কলিন্ড্রেস, রাফায়েল অগাস্টো হঠাৎ আবাহনী ছেড়ে দিয়েছিল। তবে এএফসি কাপের জন্য আলাদা করে সই করিয়েছিল ব্রুনো ম্যাতোস, জোনাথন রেইসকে। মহামেডান, শেখ জামাল ধানমন্ডি এবং ফর্টিস এফসি থেকে যথাক্রমে উজবেকিস্তানের মুজাফফরভ, গ্রানাডার কর্নেলিয়াস স্টুয়ার্ট ও ব্রাজিলের দানিলো আগাস্তুকে আবাহনী ধার করিয়ে এএফসি কাপের শেষ ম্যাচে ঈগলস এফসির বিপক্ষে খেলিয়েছিল। সেই সঙ্গে বিদেশির কোটায় আবাহনী নামিয়েছিল ইরানের মিলাদ শেখ ও নাইজেরিয়ার দুই ফুটবলার এমেকা ও ওজোকু ডেভিডকে। ঘটনা হল, ঈগলস ম্যাচে আবাহনী জয় পায় ‘ধার করা’ স্টুয়ার্ট এবং দানিলোর গোলে।
ভাড়াটে ফুটবলার নামিয়ে এএফসির বিধিভঙ্গের অভিযোগ উঠে গিয়েছে বাংলাদেশের দলটির বিপক্ষে। তবে মঙ্গলবার এই ধার করা বিদেশিদেরই সামলাতে হবে সবুজ মেরুন ফুটবলারদের।
কর্ণেলিয়াস স্টুয়ার্ট:
এদের মধ্যে কর্নেলিয়াস স্টুয়ার্ট মোহনবাগানের স্বপ্ন চূর্ণ করে দিতে পারেন। লোনে ৩১ বছরের এই তারকা সও করেছেন আবাহনীতে। এশিয়া তো বটেই ফিনল্যান্ডে এবং আমেরিকান ফুটবলেও খেলার অভিজ্ঞতা রয়েছে স্টুয়ার্টের। শারীরিকভাবে ভীষণ শক্তিশালী এই ফরোয়ার্ড। এরিয়াল বলেও বেশ সপ্রতিভ। সবমিলিয়ে আনোয়ার-ব্রেন্ডন হ্যামিলদের সামনে ধাঁধা হয়ে উঠতে পারেন সেন্ট ভিনসেন্টের এই তারকা।
দানিলো কুইপাপা:
স্টুয়ার্টের সঙ্গেই বাগানকে বেগ দিতে তৈরি থাকবেন ব্রাজিলিয়ান দানিলো কুইপাপা অগুস্ত। দীর্ঘদেহী (৬ ফুট ৪ ইঞ্চি) এই সেন্টার ব্যাক দীর্ঘদিন ব্রাজিলের বিভিন্ন লিগে খেলেছেন। মাল্টার টপ লিগে খেলার পাশাপাশি ভারতে মিনার্ভা পাঞ্জাবেও খেলে গিয়েছেন। বাংলাদেশে পুলিশ ফুটবল ক্লাবে নজরকাড়া পারফর্ম করার সঙ্গেই গত সিজনে সই করিয়েছিল ফর্টিস এফসি। এবার স্বল্পমেয়াদি চুক্তিতে তিনি নাম লিখিয়েছেন আবাহনীতে। ঈগলস এফসির বিপক্ষে দানিলো, কর্ণেলিয়াস দুজনেরই গোল ছিল।
সবমিলিয়ে আবাহনীর বিদেশিদের নিয়ে চিন্তা রয়েই গেল বাগান বস ফেরান্দোর।