রশিদ খানের জন্য ক্রিকেট বিশ্বে আলাদা জায়গা করে নিয়েছে আফগানিস্তান। এবার আফগানিস্তানে রশিদ খানের পরবর্তী প্রজন্মও তৈরি হয়ে যাওয়ার পথে। আহমদ নূর-কে ধরা হচ্ছে আফগানিস্তানের ‘নেক্সট বিগ থিং’। যুব বিশ্বকাপে খেলা বছর ১৫-এর স্পিনারকেই এবার নিল মেলবোর্ন রেনেগ্রাডস। এক বছর ধরে স্কাউটিং করার পরে বিগ ব্যাশের তারকা খচিত দল সই করাল আফগান প্রতিভাকে।
২০০৫ সালে কাবুলে জন্ম। গোটা মরসুমের জন্যই তিনি রেনেগ্রাডসে চুক্তিবদ্ধ হলেন। গোটা মরশুম জুড়েই প্রথম একাদশে খেলার সুযোগ পাবেন তিনি। মনে করছে ক্রিকেট মহল। রেনেগ্রাডসে নূরকে গাইড করার জন্য থাকবেন ইমরান তাহির।
আরো পড়ুন: টিকিট কেটে ধোনির খেলা দেখতেন! সেই আইডলকে দুবার আউট করে রূপকথা বরুণের
ঘরোয়া ক্রিকেটে মাত্র একটা প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৫টি টি২০ ম্যাচ খেলেছেন নূর আহমদ। গত বছরেই মাত্র ১৪ বছর বয়সে যুব বিশ্বকাপে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ডিসেম্বরের ৩ তারিখে শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ। নির্ধারিত সূচি থেকে এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে লিগ। টুর্নামেন্টের আগেই দলে যোগ দেবেন কিশোর মিস্ট্রি স্পিনার। রিস্ট স্পিনার নূরকে গত একবছর ধরেই নজরে রেখেছিল মেলবোর্নের এই ফ্র্যাঞ্চাইজি।
Orrrrr pic.twitter.com/xI6axpTtIB
— Noor Ahmad Lakanwal (@LakanwalNoor) August 9, 2020
নূরকে পেয়ে উছ্বসিত রেনেগ্রাডস কোচ মাইকেল ক্লিনগার জানিয়েছেন, “ও এমন একজন স্পিনার যাকে খুব বেশি ক্রিকেট মহল দেখেনি। এটাই আমাদের এডভান্টেজ হতে চলেছে। বিশ্বের কাছে পরিচিত হতে চায় নূর-ও। দুদিকেই বল ঘোরাতে পারে ও। ওকে পেয়ে আমরা ভালো লাগছে।”
নূরের সঙ্গেই রেনেগ্রাডস স্কোয়াডে রয়েছেন স্বদেশী আফগান তারকা মহম্মদ নবি। “রেনেগ্রাডস ফলোয়ার এবং সমর্থকরা নূরকে খুব একটা বেশি চেনে না। তবে ও খুব আকর্ষণীয় এক প্রতিভা হতে চলেছে। আমার মনে হয় ওই সামনে দুরন্ত এক ভবিষ্যত রয়েছে।” এমনটাই বলছেন মহম্মদ নবি।
অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে নূর শিরোনামে উঠে এসেছিলেন পাকিস্তান ম্যাচে। সেই ম্যাচে পাক ব্যাটসম্যান মহম্মদ হুরেইরাকে মানকাড আউট করেছিলেন। যা নিয়ে প্রবল বিতর্ক হয়। তখন নূরের পাশে দাঁড়াননি আফগান অধিনায়ক ফারহান জাখিল। সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছিলেন, এমন ঘটনা মোটেই ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী নয়।
সেই বিতর্ক পিছনে ফেলে নূর অবশ্য নয়া ইতিহাস গড়ার পথে। বিগ ব্যাশে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন