Advertisment

Afghanistan vs New Zeeland: টেবিল ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টা, ভারতের মাঠ নিয়ে বড় অভিযোগ আফগানিস্তান ক্রিকেট দলের

Afghanistan vs New Zealand: ভারতের ক্রিকেট মাঠে জঘন্য পরিকাঠামো, প্র্যাকটিসে বাধা পেতেই বোমা ফাটালেন আফগান ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের আগে বড় বিতর্ক

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Afghanistan Cricket Team, Rashid Khan, আফগানিস্তান ক্রিকেট দল, রশিদ খান

ভারত বনাম আফগানিস্তান ম্যাচের একটি দৃশ্য (টুইটার)

Afghanistan vs New Zealand one off test: সেপ্টেম্বরে ৯-১৩ তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে গ্রেটার নয়ডায় একমাত্র টেস্টে নামছে আফগানিস্তান। তার আগে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করছে আফগান দল। তবে আফগানিস্তান ক্রিকেট দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। আর যে মাঠে বিসিসিআইয়ের তরফে আফগানদের হোম ম্যাচ খেলার আয়োজন করা হয়েছে, সেই মাঠের পরিকাঠামো নিয়ে মোটেই সন্তুষ্ট নয় রশিদ খানদের দল।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুটো টেবিল ফ্যান নিয়ে মাঠ শুকোনোর কাজ চালু করেছিলেন মাঠকর্মীরা। সেই রিপোর্টেই বলা হয়েছে, গোটা মাঠে কোনও সুপার সপার ছিল না। এমনকি কোনও কভারও ছিল না সেন্টার পিচকে ঢাকার জন্য। আফগানদের বোলিং কোচ হামিদ হাসান জানিয়েছেন, ১০ গজের কোনও কম-ভেজা জায়গাও খুঁজে পাওয়া দুষ্কর ছিল।

মাঠের পরিকাঠামোয় বেশ ক্ষুব্ধ আফগান অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি। মস্করা করে একহাত নিয়েছেন তিনি। বলে দিয়েছেন, "আমাদের সুইমিং শ্যুট নিয়ে আসা উচিত ছিল। কোনওভাবেই এখানে খেলা সম্ভব নয়। তবে সাঁতার কাটার জন্য খুব ভালো ব্যবস্থা।" তারপর ক্যাপ্টেন সটান বলে দিয়েছেন, "আমাদের তো এরকম পরিকাঠামোয় থাকা অভ্যেস হয়ে গিয়েছে। তবে নিউজিল্যান্ড টিমকে কী জবাব দেবে?"

এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, রশিদ খান টেস্ট ফরম্যাট থেকে এক বছরের জন্য বিশ্রাম নিতে পারেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টেও খেলবেন না তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "পিঠের নিম্নাঙ্গে চোটের সমস্যা বেশ ভোগাচ্ছে ওঁদের। এক বছরের জন্য ও টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।"

সীমিত ওভারের ফরম্যাটে রশিদ খান বিশ্বের অন্যতম সেরা হলেও টেস্টে তিনি অনিয়মিত। ৫ টেস্ট খেলে ৩৪ উইকেট সংগ্রহ করেছেন। সেরা বোলিং ফিগার জিম্বাবোয়ের বিপক্ষে আবু ধাবিতে ১১ উইকেট নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে। গত বছর নভেম্বরে পিঠে অস্ত্রোপচারও হয় তারকা স্পিনারের। সম্প্রতি 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে ট্রেন্ট রকার্স দলের হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোটের কবলেও পড়েন তিনি।

Read the full article in ENGLISH

Rashid Khan Cricket News Afghanistan Cricket Team
Advertisment