Advertisment

ইতিহাসে আফগানিস্তান! পাকিস্তানকে বিধ্বস্ত করে প্ৰথমবার টি২০ সিরিজ জয়

ইতিহাস গড়ল আফগানিস্তান

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইতিহাস গড়ল আফগানিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে প্ৰথম দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল আফগানিস্তান।

Advertisment

প্ৰথমে ব্যাট করে পাকিস্তানের অনভিজ্ঞ টপঅর্ডার আফগান বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। ইমাদ ওয়াসিম (৫৭ বলে ৬৪) এবং শাদাব খানের (৩২) ব্যাটে ভর করে কোনওরকমে পাকিস্তান ১৩০/৬ তুলেছিল। সেই রান তাড়া করে এক বল বাকি থাকতে হয় ছিনিয়ে নেয় আফগানিস্তান। রহমানউল্লা গুরবাজ (৪৪) এবং ইব্রাহিম জাদরান (৩৮) আফগানদের হয়ে দারুণ সূচনা উপহার দিয়ে যান। তারপর নাজিবুল্লা জাদরানের ঝোড়ো ২৩ এবং মহম্মদ নবি ১৪ করে দলকে জিতিয়ে দেন।

আরও পড়ুন: রাহানেকে ছেঁটেই ফেলা হল, ‘শাস্তি’ জুটল রাহুলেরও! বড় আপডেট দিল বোর্ড

শেষ দুই ওভারে জয়ের জন্য আফগানিস্তানের ২২ দরকার ছিল। নাজিবুল্লা এবং নবি দুজনেই ১৯তম ওভারে নাসিম শাহ-কে ছক্কা হাঁকান। সেই ওভারে উঠতি পাক তারকা ১৭ রান খরচ করে যান। সেখানেই ম্যাচ হেরে বসে পাকিস্তান।

এর আগে প্ৰথম টি২০-তে আফগানিস্তান স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছিল। পাকিস্তানকে ৯২/৯-এ আটকে রাখার পর আফগানিস্তান সেই রান চেজ করে হাতে ছয় উইকেট নিয়ে। এই সিরিজে পাকিস্তান প্ৰথম সারির পাঁচ তারকাকে ছাড়াই খেলতে নেমেছে। বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের মত তারকারা নেই। তাতেই বিধ্বস্ত হতে হল আফগানিস্তানের কাছে। শারজার স্লো উইকেটে পাকিস্তান আফগানিস্তানের পেস-স্পিন মোকাবিলা করতে সমস্যায় পড়ল দুই ম্যাচেই।

আরও পড়ুন: ডিভোর্স কেস শেষ হয়নি, ফের বিয়ে করতে পারেন! আয়েশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিষ্ফোরক ধাওয়ান

স্কোরবোর্ডে কোনও রান তোলার আগেই ২ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। ফজলহক ফারুখির প্ৰথম ওভারেই সাইম আয়ুব এবং আব্দুল্লা শফিক আউট হয়ে যান। শফিক টি২০ ক্রিকেটের ইতিহাসে প্ৰথম ব্যাটার হিসাবে টানা চারটে গোল্ডেন ডাক করলেন।

মহম্মদ হ্যারিস এবং তায়াব তাহিরও পিচের চরিত্র বুঝে ওঠার আগেই আউট হয়ে যান। রশিদ খানের গুগলি বুঝতে না পেরে আজম খানও যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন পাকিস্তান ৬৩/৫।

এরপরে শাদাব খান এবং ইমাদ ওয়াসিম ৬৭ রানের পার্টনারশিপ গড়ে দলের বিপর্যয় রোধ করেন। অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে আফগানদের হয়ে দুর্ধর্ষ সূচনা করে যান ওপেনার গুরবাজ। প্ৰথম ওভারেই নাসিম শাহকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান। ইব্রাহিমের সঙ্গে ৫৬ রান যোগ করে দেন তিনি। এরপরে গুরবাজ রান আউট হয়ে যান। ১৮তম ওভারে ফাস্ট বোলার ইনসাউল্লাহের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইব্রা জাদরান। তবে শেষমেশ আফগানদের জিতিয়ে দেন মহম্মদ নবি এবং নাজিবুল্লাহ।

Read the full article in ENGLISH

Pakistan Cricket Afghanistan
Advertisment