/indian-express-bangla/media/media_files/2025/04/18/yPZ0UPP8NHipaZwbQP6F.jpg)
KKR Fans wants Abhishek Nayar back: অভিষেক নায়ারকে কলকাতা নাইট রাইডার্স টিমে ফিরিয়ে আনার দাবি করেছেন অনেকে
KKR Fans wants Abhishek Nayar back: বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট টিমের দুই সহকারী কোচকে বরখাস্ত করেছে BCCI। চাকরি গেছে গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার (Abhishek Nayar) এবং টি দিলীপের। কিন্তু টিম ইন্ডিয়া থেকে নায়ারের ছুটি হতেই কেকেআররা ফ্যানরা হইচই শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিষেক নায়ারকে কলকাতা নাইট রাইডার্স টিমে ফিরিয়ে আনার দাবি করেছেন অনেকে।
লক্ষ্মীবারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বর্ডার-গাভাসকর সিরিজে পরাজয়ের পরে ভারতীয় দলের সাপোর্ট স্টাফে পরিবর্তন এনেছে।
সহকারী কোচ অভিষেক নায়ার ছাড়াও ফিল্ডিং কোচ টি. দিলীপ এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে কেকেআর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় অভিষেক নায়ারকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে মন্তব্যের ঢল নেমেছে। ফ্যানরা এমনকি এও পরামর্শ দিয়েছেন যে অধিনায়ক এবং প্রধান কোচ-সহ দলের অন্যান্য সিনিয়র সদস্যদেরও জবাবদিহি চাওয়া হোক।
বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ভক্তরা কী বলছেন?
অভিষেক নায়ারকে তাঁর কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই, মাত্র আট মাস পর বরখাস্ত করা হয়েছে।
🚨📰| Abhishek Nayar has been sacked by BCCI.
— KnightRidersXtra (@KKR_Xtra) April 17, 2025
(Jagran News) pic.twitter.com/xmFKFZ8GAE
অভিষেকের নিয়োগকে টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখছিলেন অনেকে।, কারণ তিনি একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতেন।
HUGE: BCCI has SACKED Indian Team's Assistant Coach Abhishek Nayar 🚨
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) April 17, 2025
~ He was appointed just 8 months back. Action on Poor BGT Performance & LEAKS.
Fielding Coach T Dilip & Trainer Soham have also been relieved. (By: @AbhisheReporter)pic.twitter.com/cqq9C4poGy
msd has lost 2 series back to back white washed but never sacked from captaincy, RO lost nz nd aus series but nt sacked, kohli nvr won any title bt was nvr sacked bcci always finds a scapegoat unfortunately it is abhishek nayar this time,
— abhi ram (@arb327586) April 17, 2025
রিপোর্ট অনুযায়ী, তাঁর ছাঁটাই শুধুমাত্র খারাপ ফলাফলের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে না, বরং ড্রেসিংরুমের তথ্য ফাঁস-সহ অভ্যন্তরীণ সমস্যার কারণেও দেখা হচ্ছে। জানা গেছে, সিতাংশু কোটাককে অতিরিক্ত ব্যাটিং কোচ হিসেবে ভারতীয় দলের সাপোর্ট স্টাফে নেওয়ার পরে নায়ারকে সরানোর পরিকল্পনা করা হয়েছিল।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, যখন টিম ইন্ডিয়ায় তাঁকে নেওয়া হচ্ছিল তখন নায়ার কখনওই হেড কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দ ছিলেন না। ৪১ বছরের নায়ারকে এই কারণে নিয়োগ করা হয়েছিল যে তিনি গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করতে পারেন বলে মনে করা হয়েছিল।