Advertisment

দু-বার করোনাকে হারিয়ে দু-বার গোল, ফিরেই আলো ছড়ালেন রোনাল্ডো

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে মোরাতার তিনটে গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। এদিন সেই মোরাতাই জুভে-কে প্রথম গোল করে এনে দেন ১৪ মিনিটে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দু-বার করোনাকে হারিয়েছেন। তা সেলিব্রেট করতেই যেন প্রত্যাবর্তনের ম্যাচে জোড়া গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেরি-এ তে ৪-১ গোলে জুভেন্তাস হারাল স্পেজিয়াকে। এর মধ্যে দুটো গোল-ই রোনাল্ডোর। পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন। নামার তিন মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে যান তিনি।

Advertisment

রোনাল্ডো যখন মাঠে নামেন তখন সেরি-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভে ১-১ গোলে কিছুটা পিছিয়েই। তারপরেই ২০ মিনিটের মাথায় গোল করেন ২-১ করেন সিআর-৭। এরপর আন্দ্রে পিরলো-র দলের হয়ে আরো দুটো গোল করে যান আলভারো মোরাতা এবং আদ্রিয়ান রাবিয়ট। এর আগে টানা তিনটে ম্যাচ ড্র করে জুভেন্তাস। এর মধ্যে অবশ্য নাপোলির কাছে পাওয়া ওয়াক ওভার ম্যাচও রয়েছে।

আরো পড়ুন: একবার নয়, দুবার করোনা আক্রান্ত রোনাল্ডো, ফুটবল বিশ্বে আশঙ্কা তীব্র

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে মোরাতার তিনটে গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। এদিন সেই মোরাতাই জুভে-কে প্রথম গোল করে এনে দেন ১৪ মিনিটে। ওয়েস্টন ম্যাকেনির ক্রিস নিখুঁত নিশানায় জালে জড়ান। প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হলেও ভার জুভে-র হয়েই কথা বলে। এরপরে টমাসো পবেগা-র দিকভ্রষ্ট শট স্পেজিয়ার হয়ে সমতা ফেরায়। তার আগে অবশ্য মোরাতার আরো একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়।

সেরি-এতে প্রথম খেলতে নামা স্পেজিয়া দ্বিতীয়ার্ধেও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। তবে রোনাল্ডো নামতেই সমস্ত জারিজুরি খতম। মোরাতার শট পেয়ে রোনাল্ডো হঠাৎ গতিতে নিজের মার্কারকে পরাস্ত করেন। তারপর ইভান প্রভেদেলকে পরাস্ত করে রোনাল্ডো গোল করে যান।

ঠিক আট মিনিট পরেই রাবিয়ট বাঁ দিক থেকে আক্রমণে উঠে এসে গোল করে যান। এরপর স্পেজিয়ার পাওলো বার্তালোমিউ জুভের ফ্রেডরিকো চিয়েশাকে বক্সের মধ্যে ফাউল করে বসেন। পেনাল্টি থেকে রোনাল্ডো নিজের দ্বিতীয় গোল করে যান। এই নিয়ে চলতি মরশুমে পঞ্চম গোল করে ফেললেন পর্তুগিজ সুপারস্টার।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cristiano Ronaldo
Advertisment