বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। চূড়ান্ত স্কোয়াড থেকে দু-বার ভারতীয় দলে পরিবর্তন হলেও ডাক মেলেনি। অভিমানে তাই এবার সমস্ত ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেললেন অম্বাতি রায়ডু। কোনও ধরনের ক্রিকেটেই আর দেখা যাবে না তাঁকে। আইপিএলেও খেলবেন না। তবে বিদেশের লিগে দেখা যেতে পারে তাঁকে।
অবসর অম্বাতি রায়াডুর (ফেসবুক)
বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়লেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল তাঁকে। তবে শিখর ধাওয়ান কিংবা বিজয়শঙ্কর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও রায়ডুর ভাগ্যে শিঁকে ছেড়েনি। বরং নতুনভাবে দলে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ এবং মায়াঙ্ক আগারওয়াল।
আরও পড়ুন বাংলাদেশকে হারানোর ‘পুরস্কার’ রাতেই পেলেন বুমরারা
২০১৩ সালে জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক ঘটেছিল। শেষ ওডিআই খেলেছেন চলতি বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষেই। নিজের ৫৫টি ওয়ান ডে-তে ৪৭.০৫ গড়ে করেছেন। ১৬৯৪ রান। তিনটে শতরান এবং দশটা অর্ধশতরানও করেছেন। ৬টা যে টি টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে খেলে করেছেন রান। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট অবশ্য খেলাই হয়নি তাঁর। এমন পরিসংখ্যান নিয়েও জাতীয় নির্বাচকদের মন গলাতে পারেননি হায়দরাবাদের ক্রিকেটার। বরং ব্রাত্যই থেকেছেন। তাই অবসর।
জাতীয় দলের খেলার স্বপ্ন নিয়ে ঠিক একবছর আগে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সেই সময় হায়দরাবাদ ক্রিকেট সংস্থা থেকে প্রেস বিবৃতিতে বলা হয়েছিল, হায়দরাবাদের অধিনায়ক এবং জাতীয় ওয়ান ডে দলের সদস্য সিদ্ধান্ত নিয়েছেন, সীমিত ওভার থেকে বাকি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। সীমিত ওভারের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেটে ফোকাস করতেই রায়ডু-র এমন সিদ্ধান্ত। তবে তারপরেও শিঁকে ছেড়েনি। এবার অবসর নিলেন সমস্ত ধরনের ক্রিকেট থেকেই।