বিস্কুট ট্রফির পর এল 'ওয়ে হোয়ে' ট্রফি! ফের ট্রোলড পাকিস্তান

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সময় হাসির পাত্র হয়েছিল পিসিবি বোর্ড। স্পনসরের এই প্রমোশনল স্টান্টের জ্বালায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হয়েছিল এই পাকিস্তান। বিস্কুটের রেশ কাটতে না-কাটতেই ফের একবার পাকিস্তানকে নিয়ে খিল্লি শুরু হয়ে গেল।

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সময় হাসির পাত্র হয়েছিল পিসিবি বোর্ড। স্পনসরের এই প্রমোশনল স্টান্টের জ্বালায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হয়েছিল এই পাকিস্তান। বিস্কুটের রেশ কাটতে না-কাটতেই ফের একবার পাকিস্তানকে নিয়ে খিল্লি শুরু হয়ে গেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Oye Hoye Trophy

এই সেই ওয়ে হোয়ে ট্রফি (ছবি টুইটার)

মাসখানেক আগেই পাকিস্তান খোরাক হয়েছিল বিস্কুট ট্রফি নিয়ে। সংযুক্ত আরব আমির শাহিতে সদ্যসমাপ্ত পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সময় হাসির পাত্র হয়েছিল পিসিবি বোর্ড। স্পনসরের এই প্রমোশনল স্টান্টের জ্বালায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হয়েছিল এই পাকিস্তান। বিস্কুটের রেশ কাটতে না-কাটতেই ফের একবার পাকিস্তানকে নিয়ে খিল্লি শুরু হয়ে গেল। সৌজন্যে চলতি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ‘ওয়ে হোয়ে’ ট্রফি।

Advertisment

ব্রাইটো পেইন্টস স্পনসর করছে দ্য ওয়ে হোয়ে কাপ ২০১৮। পিসিবি যে, ছবি টুইট করেছে সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের সরফরাজ আহমেদ ও নিউজিল্যান্ডেক কেন উইলিয়ামসন সেই ট্রফি নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে এই ছবি শেয়ার হচ্ছে। পাকিস্তানি ক্রিকেট ফ্যানেরা পিসিবি-কে এরকম ট্রফি নির্বাচনের জন্য তুলোধোনা করছে। অনেকে এরকমও মন্তব্য করছেন যে, নিউজিল্যান্ড শুধুমাত্র এই ট্রফিটা দেশে নিয়ে ফিরবে না বলেই সিরিজিটা ছেড়ে দিতে পারে।

আরও পড়ুন: একটা বিস্কুটের জন্য লড়ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান! হাসি থামছে না টুইটারের

এখানে রইল কিছু টুইট :

Advertisment

টি-২০ ও ওয়ান-ডে সিরিজের পর এবার নিউজিল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হয়েছে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে। টি-২০-তে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্য়ান্ডকে। এরপর ওয়ান-ডে সিরিজ ১-১ ড্র হয়ে যায়।গত১৬ নভেম্বর থেকে দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম টেস্ট। ২৪ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। ৩ ডিসেম্বর ফের শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা। অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট।

cricket pakistan