Advertisment

CWG 2018: বিশ্বের এক নম্বর হওয়ার পথে কিদাম্বি শ্রীকান্ত

বিশ্বের এক নম্বর ব্যাডমিন্ট খেলোয়াড় হওয়ার পথে কিদাম্বি শ্রীকান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
CWG 2018: বিশ্বের এক নম্বর হওয়ার পথে কিদাম্বি শ্রীকান্ত

CWG 2018: বিশ্বের এক নম্বর হওয়ার পথে কিদাম্বি শ্রীকান্ত

বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার পথে কিদাম্বি শ্রীকান্ত। চলতি সপ্তাহে খেলোয়াড়দের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ)। সেখানেই বর্তমান শীর্ষ বাছাই ভিক্টর অ্যাক্সেলসেনকে ছাপিয়ে যাবেন অন্ধ্রপ্রদেশের গুনটুরের বছর পঁচিশেকের এই বাসিন্দা। শ্রীকান্তের হাত ধরে লেখা হবে নয়া ইতিহাস।

Advertisment

সাইনা নেহওয়ালের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে র‌্যাঙ্কিংয়ের মগডালে বসবেন গোপীচাঁদের ছাত্র। শ্রীকান্তই প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে শীর্ষ স্থানে আরোহণ করবেন। যদিও দেশের কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনকে বিশ্বের প্রথম সারির খেলোয়াড় হিসেবেই গণ্য করা হত একসময়। কিন্তু তখন কম্পিউটারাইজড র‌্যাঙ্কিং সিস্টেম ছিল না।

গত বছরই শ্রীকান্তের সামনে এক নম্বর হওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু চোটের জন্য সেই লক্ষ্য পূরণ হয়নি তাঁর। সাইনাই এখনও পর্যন্ত দেশের একমাত্র শাটলার যিনি বিশ্বের এক নম্বর হওয়ার স্বাদ পেয়েছেন। এবার ৭৬, ৮৯৫ পয়েন্টের সৌজন্যে শ্রীকান্ত টপকে যাবেন অ্য়াক্সেলসেনকে।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন প্রকাশিত তালিকায় দু নম্বরে শ্রীকান্ত ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন প্রকাশিত তালিকায় দু নম্বরে শ্রীকান্ত

গত নভেম্বরে শ্রীকান্ত বিশ্বের দু নম্বর খেলোয়াড়ের আসন পেয়েছিলেন। গত বছর চারটি সুপার সিরিজ খেতাব এসেছিল শ্রীকান্তের ঝুলিতে। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ফ্রান্সে ভারতের জয়ধ্বজা ওড়ান তিনি। বিশ্বের চতুর্থ শাটলার হিসেবে চারটি সুপার সিরিজ জেতার নজির গড়েন তিনি।

২৪ ঘন্টা আগেই ইতিহাসের পাতায় দেশের নাম লিখিয়েছেন শ্রীকান্ত। গোল্ড কোস্টের মাটিতে ভারতকে কমনওয়েলথে সোনা এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  ব্য়াডমিন্টনের টিম ইভেন্টে এই প্রথম কমনওয়েলথ সোনা পেল ভারত। শেষ তিনবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়াকেই ১-৩ হারিয়ে দিয়েছেন সাইনা-শ্রীকান্তরা।গতকাল সাত্ত্বিক রানকিরেড্ডি ও অশ্বিনী পোনাপ্পার মিক্সড ডাবলস জুটি হারায় পেং সুন চ্য়ান ও লিউ ইয়ং গোহকে। অশ্বিনীরা জিতলেন ২১-১৪, ১৫-২১, ২১-১৫ ব্যবধানে। শ্রীকান্ত তিনবারের অলিম্পিক রুপো জয়ী লি-কে হারিয়েদেন। শ্রীকান্তের পক্ষে ফল ২১-১৭ ২১-১৪। পুরুষদের ডাবলসে জুটি বেঁধেছিলেন রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু তাঁদের হারিয়ে দেন গোহ ও উই কিয়ং ট্যান। বিপক্ষ ম্যাচ জিতে নেয় ১৫-২১, ২০-২২ ব্যবধানে। রানকিরেড্ডিরা হারতে সাইনা নেহওয়ালের উপরে দেশকে জেতানোর গুরুভার চলে আসে। সাইনা অসাধারণ খেলে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেন। সিঙ্গলসে সাইনা ২১-১১ ১৯-২১ ২১-৯ ব্যবধানে হারান সোনিয়া চিয়াকে।

CWG 2018 Kidambi Srikanth
Advertisment