Advertisment

মহাকাব্য়িক ইনিংসের পর স্টোকসের চমকে দেওয়া টুইট, লিচকে বললেন কিংবদন্তি

লিডসের হেডিংলি ক্রিকেটে গ্রাউন্ড দেখেছে বেন স্টোকসের মহাকাব্য়িক ইনিংস। ব্রিটিশ অলরাউন্ডারের অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করে ইংল্য়ান্ড এক উইকেটে জিতে নিয়েছে হেডিংলি টেস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
After epic Ashes inning, Ben Stokes says Jack Leach a legend

মহাকাব্য়িক ইনিংসের পর স্টোকসের চমকে দেওয়া টুইট, লিচকে বললেন কিংবদন্তি (ছবি-লর্ডস ক্রিকেট গ্রাউন্ড/টুইটার)

বাইশ গজ মেতে রয়েছে চলতি অ্যাশেজ সিরিজে। ক্রিকেটবিশ্বের মতে এই মুহূর্তে টেস্টের সেরা বিজ্ঞাপন হয়ে গিয়েছে ইংল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে এই দুই দল যে পর্যায় খেলার মান নিয়ে গিয়েছে, তা দেখে মুগ্ধ ফ্য়ানেরা।

Advertisment



রবিবার লিডসের হেডিংলি ক্রিকেটে গ্রাউন্ড দেখেছে বেন স্টোকসের মহাকাব্য়িক ইনিংস। ব্রিটিশ অলরাউন্ডারের অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করে ইংল্য়ান্ড এক উইকেটে জিতে নিয়েছে হেডিংলি টেস্ট। অনেকেই মনে করছেন যে, ইতিহাসের অন্য়তম সেরা নকটাই এসেছে স্টোকসির ব্য়াট থেকে। ৩৩০ মিনিট ক্রিজে থেকে স্টোকস ২১৯টি বল খেলে এই ঐতিহাসিক টেস্ট ছিনিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার হাত থেকে। তাঁর ব্য়াট থেকে এসেছে ১১টি চার ও ৮টি ছয়। স্টোকসের প্রশংসায় পঞ্চমুখ আপামর বিশ্বের ক্রিকেট ফ্য়ানেরা।

আরও পড়ুন: রাহানে-বুমরার কামাল, ৩১৮ রানে অ্যান্টিগা টেস্ট জিতল ভারত

দুরন্ত ইনিংসের পর স্টোকস টুইট করেছেন। তিনি জানিয়েছেন যে, জরিমানার পরোয়া তিনি করেন না। ক্রিকেটের এই ফর্ম্য়াট ও ইংল্য়ান্ড ক্রিকেটকে তিনি সবটা দিয়ে ভালবাসেন। এই একই কথা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেও জানিয়েছেন স্টোকস। পাশাপাশি স্টোকস তাঁর সতীর্থ জ্য়াক লিচকে কিংবদন্তি বলে আখ্য়া দিয়েছেন। যিনি ১৭টি বল ফেস করে মাত্র ১ রান করে স্টোকসের সঙ্গে ক্রিজে অপরাজিত ছিলেন।

ম্য়াচের পর স্টোকস সাংবাদিকদের বলেন, "জ্য়াক লিচ ওর টেস্ট কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলগুলি খেলে ফেলল। এটাই ওর সেরা এক রানের অপরাজিত ইনিংস। ওইরকম চাপে ১১ নম্বরে ব্য়াট করে শেষ পর্যন্ত লাইন অতিক্রম করেছে। এর জন্য় কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আমরা জানতাম যদি এই ম্য়াচটা হেরে যাই তাহলে অ্যাশেজ হাতছাড়া হয়ে যাবে। প্রথম ইনিংসে ৬৭ রানে আউট হয়েছিলাম আমি। সেটা বদলাতে পেরে দুরন্ত লাগছে। গোটা হেডিংলি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছে। এই মুহূর্তটা কোনওদিন ভুলতে পারব না।"

Cricket Australia Ben Stokes England
Advertisment