সম্প্রতি কাশ্মীর ইস্য়ুতে একটি বিতর্কিত ট্যুইট করেই আগুন জ্বালিয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদি। এবার আইপিএল নিয়েও মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক। পাকপ্যাশনডটনেটের এডিটর সাজ সাদিক তাঁর আর আফ্রিদির কথোপকথন তুলে ধরেছেন একের পর এক ট্যুইট করে। স্কাই ক্রিকেট, ফার্স্টপোস্ট স্পোর্টস ও দ্য় ক্রিকেট পেপারের হয়েও লেখেন সাদিক। তাঁকে আফ্রিদি জানিয়েছেন, আইপিএল থেকে ডাক পেলেও তিনি খেলতে আসবেন না ভারতে। তাঁর কাছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনেক বড়। আইপিএল-এ নিয়ে তাঁর কোনওদিনই আগ্রহ ছিল না বলে দাবি করেছেন আফ্রিদি।
গত মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে আফ্রিদি ট্যুইটারে বলছিলেন, ‘ভারত অধিকৃত কাশ্মীর’ পরিস্থিতি এখন ভয়ানক। সেখানে অত্যাচারী সরকারের হাতেই নিহত মানুষরা খুন হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ ও অনান্য আন্তর্জাতিক সংগঠন গুলিকে এই রক্তপাত থামানোর জন্য হস্তক্ষেপ করতে বলেন আফ্রিদি। তাঁর এই টুইটের পরেই ভারতীয় ক্রিকেটাররাদের রোষের মুখে পড়েন আফ্রিদি। বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকর, সুরেশ রায়না. গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, মহম্মদ কাইফ ও কপিল দেব একের পর এক তোপ দাগতে শুরু করেন আফ্রিদির বিরুদ্ধে। তবে এসবে যে তাঁর কিছু যায় আসে না, সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাক ব্যাটসম্যান। সাদিককে দেওয়া সাক্ষাত্কারে আফ্রিদি বলেছেন, তিনি যদি ক্রিকেটার না হতেন, তাহলে সেনাবাহিনীতে যোগ দিতেন।
আফ্রিদির আইপিএল না খেলার সংকল্প নিয়ে অবশ্য ক্রিকেটারদের মুখ খুলতে হয়নি। ট্যুইটারাত্তিদের কেউ কেউ আফ্রিদিকে কুয়োর ব্যাং বলেও অভিহিত করেছেন।