Advertisment

Rishabh Pant: দিল্লি হয়ত ছাড়ছেন ক্যাপ্টেন পন্থ! সৌরভের কোচ হওয়ার খবর চাউর হতেই বিস্ফোরক আপডেট

IPL 2025 auction: মেগা নিলামের কয়েক মাস আগেই এল ঝড় তোলা আপডেট

author-image
IE Bangla Sports Desk
New Update
After Ricky, Rishabh Pant, রিকিং পন্টিং, ঋষভ পন্থ,

After Ricky-Rishabh Pant: নতুন দলে যোগ দিতে চলেছেন পন্থ। (ছবি- টুইটার)

PCB, BCCI, Champions Trophy 2025: রিকি পন্টিং সরতেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটাচ্ছেন ঋষভ পন্থও। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, ঋষভ পন্থ আইপিএল ২০২৫ মেগা নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস ছাড়বেন। শনিবারই, অজি কিংবদন্তি রিকি পন্টিং ডিসি ফ্র্যাঞ্চাইজি থেকে তাঁর প্রস্থানের কথা ঘোষণা করেছেন। যা ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছে। এই উল্লেখযোগ্য পরিবর্তনের পরই সামনে আসে যে, পন্টিংয়ের ঘনিষ্ঠ পন্থও ফ্র্যাঞ্চাইজি ছাড়ছেন।

Advertisment

ভারতের টি২০ বিশ্বজয়ী দলের সদস্য ঋষভ পন্থ, ২০২১ সালে শ্রেয়াস আইয়ারের প্রস্থানের পরে ডিসি'র (দিল্লি ক্যাপিটালসের) অধিনায়ক নিযুক্ত হন। দুই বছরের মেয়াদে তিনি চমৎকার নেতৃত্ব দিয়েছেন বলেও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা পন্থকে আইপিএল ২০২৩ মরশুম মিস করতে বাধ্য করেছিল। কিন্তু, জীবনের সেসব দুঃস্বপ্ন কাটিয়ে তিনি সফলভাবে ক্রিকেট জীবনে প্রত্যাবর্তন করেন।

এরপর আইপিএল ২০২৪-এ তিনি দিল্লি দলের নেতৃত্বে ফিরে আসেন। ১৩ ইনিংসে ব্যক্তিগত ৪৪৬ রান করেন। শেষ পর্যন্ত ডিসি আইপিএলে পঞ্চম হয়। সূত্রের খবর, উইকেটরক্ষক ব্যাটার পরের মরশুমে আরও ভালো কিছু করে দেখাতে চান। সেই জন্য তিনি চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন। এই বছরই শেষের দিকে আইপিএলের মেগা নিলাম। তিন বছর পরপর মেগা নিলাম হয়। সেই সময়ই পন্থ তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি বদলাবেন বলেই খবর।

তবে, পন্থের এই দলবদল নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে, এনিয়ে জল্পনা অব্যাহত। কারণ, শোনা যাচ্ছে দিল্লির কোচ হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি বর্তমানে এই দলের মেন্টর পদে আছেন। পন্টিং সরতেই ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন সৌরভ। তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর, তারপরই প্রশ্ন জেগেছে আদৌ কি পন্টিংয়ের ঘনিষ্ঠ পন্থ এরপর দিল্লি দলে থাকবেন?

আরও পড়ুন-  সেঞ্চুরি নষ্ট হয়েছে শুভমানের জন্য! সেই ঘটনা টেনে এবার মুখ খুললেন যশস্বী

পন্টিংয়ের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল। ২০১৮ সালে তিনি দিল্লি দলের কোচ হন। সেই সম্পর্কেরই সমাপ্তি ঘটেছে, শনিবার। আর, সেই পাট চুকতেই সৌরভ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের কোচ হিসেবে পারফরম্যান্স সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আর, তারপরই তৈরি হয়েছে পন্টিংকে নিয়ে জল্পনা।

Sourav Ganguly Rishabh Pant IPL Cricket News Delhi Capitals
Advertisment