/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Salt_lake_Stadium_Kolkata_copy_1200x676.jpg)
সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম (উইকিপিডিয়া)
কলকাতায় বসছে এবার আইলিগের আসর। ভিডিও কনফারেন্সে বৈঠকের পর ফেডারেশনের লিগ কমিটি এমনটাই সিদ্ধান্ত জানিয়ে দিল শনিবার। ১৩টি দল নিয়ে গতবারের মতই ফরম্যাটে এবার আইলিগে খেলা হবে। প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে একবার করে।
তারপরে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে দুটো গ্রুপে ভাগাভাগি করে পরবর্তী পর্যায় অনুষ্ঠিত হবে। শীর্ষে থাকা দলগুলো যেমন চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে লড়াই চালাবে। তেমন নিচের দলগুলো আবার অবনমন বাঁচাতে লড়বে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে প্রথমের সাতটা দল। গতবারের তুলনায় এবার ম্যাচের সংখ্যাও অনেকটা বেড়ে যাচ্ছে- ৮০ থেকে ১১৪।
আরো পড়ুন: ইউরো খেলেই সবুজ মেরুনে কাউকো, আইএসএলে বড় ঘোষণা ATKMB-র
শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, সাধারণ সচিব কুশল দাস, সিইও সুনন্দ ধর, চিরাগ তান্না, অনিল ধররা। বৈঠকের সভাপতিত্ব করেন সুব্রত দত্ত। সেখানেই বৈঠকের শেষে জানানো হয়, ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে লিগ। আপাতত আইএফএ এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনার পরেই লিগের চূড়ান্ত দিনক্ষণ জানানো হবে।
সেপ্টেম্বর নাগাদ আইলিগের কোয়ালিফায়ার খেলা হবে ১০ দলের মধ্যে। সিঙ্গল ভেন্যু হিসাবে বেঙ্গালুরুতেই সমস্ত ম্যাচ খেলা হবে। কারা কোয়ালফাইং রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রতিটা রাজ্য ক্রীড়া সংস্থা সর্বোচ্চ দুটো করে ক্লাবের নাম মনোনয়ন হিসেবে ফেডারেশনকে পাঠাতে পারবে। সেখান থেকে ক্লাবের ঐতিহ্য, লাইসেন্সিং ব্যবস্থা খতিয়ে দেখে চূড়ান্ত দল বেছে নেবে লিগ কমিটি। যে রাজ্যের ফুটবল সংস্থা আগে লিগ অথবা লিগের যোগ্যতা অর্জন কারী পর্ব আয়োজন করেছে, সেই সমস্ত রাজ্যের ফুটবল ক্লাবকে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়াও এদিন লিগ কমিটির সভায় মহিলাদের আইলিগ, ফুটসল এবং গোল্ডেন বেবি লিগ নিয়েও আলোচনা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন