Mohameddan Transfer Ban: ফেডারেশনের বড়সড় শাস্তি মহামেডানকে! মাথায় হাত সাদা-কালো ব্রিগেডের

Mohameddan Sporting Club: বুধবার ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে চিঠি দিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবকে শাস্তির বিষয়ে জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে আগামী দিন আরও কড়া শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Mohameddan Sporting Club: বুধবার ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে চিঠি দিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবকে শাস্তির বিষয়ে জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে আগামী দিন আরও কড়া শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohameddan Sporting Club: ডামাডোলের মধ্যেই সুপার কাপে মহামেডানের খেলা নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছে

Mohameddan Sporting Club: ডামাডোলের মধ্যেই ISL-এ মহামেডানের খেলা নিয়ে অনিশ্চয়তার মেঘ

Mohameddan Sporting Club Transfer Ban News: বড়সড় শাস্তি পেল মহামেডান (Mohameddan Sporting Club)। চরম শাস্তির খাঁড়া নেমে এল শতাব্দী প্রাচীন বাংলার ফুটবল ক্লাবে। আপাতত একবছরের জন্য কোনও ফুটবলারকে সই করাতে পারবে না আই লিগ জয়ী ক্লাব। বুধবার ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) শৃঙ্খলারক্ষা কমিটির তরফে চিঠি দিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবকে শাস্তির বিষয়ে জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে আগামী দিন আরও কড়া শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisment

ফেডারেশনের চিঠিতে কী বলা হয়েছে?

ফেডারেশন চিঠিতে ক্লাবকে জানিয়েছে, এই চিঠি পাওয়ার দিন থেকে শুরু করে আগামী একবছর কোনও ফুটবলারকে সই করাতে পারবে না মহামেডান। যদি এই সময়ের মধ্যে তারা সমস্ত বকেয়া মিটিয়ে দেয় তাহলে এই শাস্তি স্থগিত করা হবে। কিন্তু এই সময়ের মধ্যে যদি আবার কোনও নিয়মভঙ্গ হয় তাহলে শাস্তি বহাল থাকবে। মহামেডান যেন চিঠি পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করে সেকথা মনে করিয়ে দিয়েছে ফেডারেশন।

Advertisment

প্রসঙ্গত, আর্থিক সমস্যায় জেরবার মহামেডানের পরের মরশুমে আইএসএল (ISL) খেলা প্রায় অসম্ভব। মারাত্মক কিছু বদল না হলে পরের মরশুমে মহামেডানের ভবিষ্যৎ অন্ধকার। কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে ভেন্ডার, প্রত্যেকেরই প্রচুর টাকা বকেয়া। যার ফলে তাদের ভাবমূর্তি ব্যাপক ভাবে নষ্ট হয়েছে। এমনকি আইএসএল-এর সংগঠন সংস্থা এফএসডিএলের (FSDL) কাছেও শতাব্দী প্রাচীন ক্লাব নিয়ে বাজে ধারণা তৈরি হয়েছে। তাদের ধারণা, কোনও ক্লাবকে ঘিরে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠলে আইএসএল-এর মতো দেশের এক নম্বর পেশাদার লিগ নিয়ে বিশ্বের কাছে খারাপ বার্তা যাবে।

আরও পড়ুন সুপার কাপে আদৌ খেলবে তো মহামেডান? ফুটবলারদের পর এবার আল্টিমেটাম দিল FSDL-ও

যার জেরে আর্থিক সংক্রান্ত বিষয়ে আইএসএল-এর যেসব নিয়মকানুন রয়েছে তা কঠোর ভাবে প্রয়োগ করা হবে মহামেডানের ক্ষেত্রে। মহামেডানের যা অবস্থা তাতে এসব কড়া নিয়মকানুন মেনে পরের মরশুমে আইএসএল খেলা প্রায় অসম্ভব। 

এদিকে, মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো ফিফা (FIFA) থেকেও ভর্ৎসিত হয়েছে মহামেডান। প্রাক্তন কোচ আন্দ্রে চেরনিশভের যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য ক্লাব নির্দেশ দিয়েছে ফিফার প্লেয়ার্স স্টেটাস চেম্বার। আগামী ৪৫ দিনের মধ্যে সমস্ত বকেয়া না মেটালে কোনও দেশি-বিদেশি ফুটবলার সই করাতে পারবে না মহামেডান। ট্রান্সফার ব্যান ছাড়াও আরও অনেক বিধিনিষেধ আরোপ করা হবে সাদা-কালো ব্রিগেডের উপর। চেরনিশভের কোচিংয়েই ২০২৩-২৪ মরশুমে আই লিগ জিতেছিল মহামেডান।

AIFF FIFA ISL Mohameddan Sporting Club