আইলিগ বনাম আইএসএল, নাকি আইলিগ ও আইএসএলের সংযুক্তি- ভারতীয় ফুটবল বেশ কিছুদিন ধরেই আড়াআড়িভাবে বিভাজিত ছিল সংশ্লিষ্ট প্রশ্নে। সেই প্রশ্নেরই জবাব দিয়ে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা সপ্তাহের শুরুতেই সোমবার। ২০২০-২১ সাল পর্যন্ত আইএসএলকেই দেশের একনম্বর লিগ করে দেওয়া হল। আইলিগ হয়ে গেল দ্বিতীয় সারির। সোমবারেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফেডারেশন এবং এএফসি-র বৈঠক ছিল। সেই বৈঠকেই ভারতীয় ফুটবলের রোডম্যাপ চূড়ান্ত করে দেওয়া হল। সেই বৈঠকে আইএসএল ও আইলিগের ক্লাবগুলির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। উপস্থিত ছিলেন আইএসএল আয়োজক এফডিএসএল-এর কর্তাব্যক্তিরাও।
সেই বৈঠকের পরেই সরকারিভাবে চলতি মরশুম থেকে ২০২৪-২৫ মরশুম পর্যন্ত ভারতীয় ফুটবলের রূপরেখা জানিয়ে দেওয়া হল। জানানো হল, আইএসএলই দেশের সেরা লিগ থাকছে। আর আইলিগকে ধীরে ধীরে মিশিয়ে দেওয়া হবে আইএসএলের সঙ্গে।
প্রথম বছর (২০১৯-২০)- আইএসএলের বর্তমান গঠনতন্ত্র অপরিবর্তিত থাকছে। কোনও প্রোমোশন কিংবা রেলিগেশন ছাড়াই।
দ্বিতীয় বছর (২০২০-২১)- মরশুমের শেষের দিকে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে দুই আইলিগ ক্লাবকে আইএসএল-এ অন্তর্ভূক্ত করা হবে।
তৃতীয় বছর (২০২০-২১)- ফেডারেশনের নিয়ম মেনে আইএসএলের নতুন নামকরণ করা হবে, পাশাপাশি লিগ ফর্ম্যাটেও পরিবর্তন আনা হবে। ২০২২-২৩ সালে এই নিয়ম কার্যকর হবে।
চতুর্থ বছর (২০২২-২৩)- আইলিগ বিজয়ী দল অটোমেটিক প্রমোশন পাবে আইএসএলে কোনও ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়াই। লাইসেন্স সংক্রান্ত নিয়মাবলী মানলে প্রমোটেড হওয়া দল ফেডারেশনের লভ্যাংশের ভাগ পাবে।
পঞ্চম বছর (২০২৩-২৪)- নিয়ম একই থাকছে।
ষষ্ঠ বছর (২০২৩-২৪)- ষষ্ঠ বছরেই দেশের একমাত্র লিগ আত্মপ্রকাশ করবে। নতুন দলের সংযুক্তিকরণ, অবনমন- সবই থাকছে। ফেডারেশন দেশে একটাই লিগ চালু করবে।
Read the full article in ENGLISH