Advertisment

Igor Stimac sacked: আর বরদাস্ত নয়, এক চিঠিতেই ছাঁটাই জাতীয় দলের কোচ স্টিম্যাচ

Team India coach Igor Stimac: ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে কোচ ভারতকে তুলতে পারেননি

author-image
IE Bangla Sports Desk
New Update
Igor Stimac, AIFF, ইগর স্টিম্যাচ, এআইএফএফ

Igor Stimac-AIFF: স্টিম্যাচ ভারতকে পাঁচ বছর কোচিং করিয়েছেন। (ফাইল ছবি)

AIFF sacks Igor Stimac: ইগর স্টিম্যাচকে বরখাস্ত করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাঁকে দায়িত্ব থেকে অব্যাহত দেওয়ার পর এআইএফএফ বলেছে, কোচ 'তাঁর দায়িত্ব থেকে অবিলম্বে মুক্ত'। ৫৬ বছর বয়সি স্টিম্যাচের কোচিংয়ে ভারত ৫৩টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ২০টিতে হেরেছে। ১৯টি জিতেছে। ১৪টি ড্র করেছে। ৭১টি গোল করেছে এবং ৭৬টি খেয়েছে। শতাংশের বিচারে জয়ের পরিমাণ ৩৫.৮%।

Advertisment

এআইএফএফের এই ঘোষণার জেরে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ইগর স্টিম্যাচের পাঁচ বছরের কার্যকাল সোমবারই শেষ হল। অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এএফসি এশিয়ান কাপ অভিযানে হতাশাজনক পারফরম্যান্সের পর ক্রোয়েশিয়ান কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। কারণ, ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে কোচ ভারতকে তুলতে পারেননি। শুধু তাই নয়, এআইএফএফের বিরক্তির অপর কারণ, স্টিম্যাচের জমানায় ফিফা র‌্যাঙ্কিং-এ ২০১৯ সালে এএফসি এশিয়ান কাপের পর ভারতের স্থান ছিল ১০১। ২০২৩-এ ভারত ছিল ৯৯তম স্থানে। আর, এখন ২০২৪-এ ফের ১২১তম স্থানে গিয়ে ঠেকেছে।

স্টিম্যাচকে বরখাস্ত করার ব্যাপারে এআইএফএফ তার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, 'এআইএফএফ সচিবালয় মিস্টার স্টিম্যাচকে বরখাস্তের নোটিশ জারি করেছে। তিনি অবিলম্বে তাঁর যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। এআইএফএফ মিস্টার স্টিম্যাচকে জাতীয় দলে তাঁর পরিষেবার জন্য ধন্যবাদ জানায়। তাঁর ভবিষ্যতের প্রচেষ্টার জন্যও তাঁকে শুভকামনা জানাচ্ছে।'

আরও পড়ুন- নিয়ম ভেঙে DRS-এ ‘চুরি’, সুপার ৮’এ ওঠার পথে বিস্ফোরক বিতর্কে বাংলাদেশ, রইল ভিডিও

যখন ২০২৩ এশিয়ান কাপ এবং বিশ্বকাপের কোয়ালিফায়ার (WCQ)-এর জন্য একটি ড্র করা হয়েছিল, তখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারত বেশ কঠিন গ্রুপে পড়েছে। তারপরও ভারত লড়াই চালিয়েছে। কুয়েতের বিরুদ্ধে জয় ভারতের আশা আরও বাড়িয়ে তুলেছিল। কিন্তু তারপরে আফগানিস্তানের বিরুদ্ধে দুটি খারাপ ম্যাচ খেলে স্টিম্যাচের ভারত। যার জেরে ভারত সম্ভাব্য ছয় পয়েন্টের মধ্যে মাত্র এক পয়েন্ট পায়। এরপর ভারত ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে ড্র করে এবং কাতারের কাছে ১-২ গোলে হেরে মোট পাঁচ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করে। যার জেরে গ্রুপের চার দলের মধ্যে ভারত তৃতীয় স্থান পায়। আর, এতেই ক্ষুব্ধ এআইএফএফ। তার জেরেই স্টিম্যাচ বিতাড়নের সিদ্ধান্ত নেওয়া হল বলে এআইএফএফ সূত্রে জানা গিয়েছে।

Football indian football team Indian Football AIFF AFC
Advertisment