Advertisment

বিশ্বকাপে খেলার জন্য বিশাল পদক্ষেপ ফেডারেশনের! বড় সিদ্ধান্ত নিতে চলেছে টিম ইন্ডিয়া

বিশ্বকাপে ভারতীয় দলকে দেখা যেতেই পারে, ব্লু প্রিন্ট তৈরি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপে খেলার জন্য বড়সড় পদক্ষেপ করল ভারতীয় ফুটবল সংস্থা। ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলার এবং প্রবাসী ভারতীয় ফুটবলারদের বিষয়টি খতিয়ে দেখার জন্য এবার টাস্ক ফোর্স তৈরি করল এআইএফএফ।

Advertisment

ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, "এই টাস্ক ফোর্সের প্রাথমিক লক্ষ্য হবে প্রবাসী ভারতীয় ফুটবলার এবং ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার সম্পর্কিত সমস্ত তথ্য সংগ্রহ করা। এটা আমাদের কাছে গর্বের বিষয় যে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় ফুটবলাররা পেশাদারি এই দুনিয়ায় যথেষ্ট সাফল্যের সঙ্গে খেলছেন এবং নিজের জায়গা পাকা করে নিয়েছেন।"

"ভারতীয় বর্তমান নিয়ম অনুযায়ী, প্রবাসী এবং ভারতীয় বংশোদ্ভূত তারকাদের জাতীয় দলে খেলার সুযোগ নেই, যতক্ষণ না তাঁরা ভারতের নাগরিকত্ব গ্রহণ করছেন। তবে এই বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যেতে চাই। জাতীয় দলের ফুটবলে কোনওভাবে এরকম ফুটবলারদের অংশগ্রহণ করার ব্যবস্থা করানো যায় কিনা, সেই সম্পর্কিত বিভিন্ন অপশন খোলা রাখতে চাইছি আমরা। আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্যই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রথমে এই ফুটবলারদের যাবতীয় তথ্য সংগ্রহ করতে চাইছি। ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনওভাবে এই ফুটবলারদের ব্যবহার করা যায় কিনা, সেটা আমরা খতিয়ে দেখব।"

AIFF Indian Football indian football team
Advertisment