Advertisment

কাতারের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারতীয় ফুটবল! রবিবার বিরাট ঘোষণা কল্যাণের

রবিবার কাতার ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সাধারণ সচিব শাজি প্রভাকরণ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আসন্ন বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। সেই কাতারের ফুটবল সংস্থার সঙ্গেই এবার মউ চুক্তি স্বাক্ষর করে ফেলল ভারতীয় ফুটবলস সংস্থা। ফেডারেশনের তরফে রবিবারই বড়সড় ঘোষণা করে ফেলল।

Advertisment

ফেডারেশনের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সাধারণ সচিব সাজি প্রভাকরণ দোহায় গিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর সঙ্গে আলাপ সেরে ফেলেছেন শুক্রবার। ভারতীয় ফুটবলের রোডম্যাপ নিয়ে কল্যাণ চৌবেরা নিজেদের মতামত তুলে ধরেন ফিফা বসের সামনে।

আরও পড়ুন: পরম্পরা বাঁচাতে ATK সরাক মোহনবাগান! প্রতিবাদে গর্জে উঠলেন এবার সনি নর্ডিও

রবিবার কল্যাণ চৌবেরা সাক্ষাৎ করেন কাতার ফুটবল সংস্থার প্রধান শেখ হামাদ বিন খালিফা বিন আহমেদ আল-থানি এবং সচিব মনসুর আল-আনসারির সঙ্গে।

সেই সাক্ষাৎ-পর্বের পর কল্যাণ চৌবে সাংবাদিক সম্মেলনে জানান, "কাতার ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্টকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই ভারতের সঙ্গে কাতার ফুটবলের সমন্বয়ের বিষয়ে মূল্যবান আলোচনার জন্য। দীর্ঘমেয়াদি ভিত্তিতে এই সমন্বয় সাধন দুই দেশের পক্ষেই উপকৃত হবে।"

আপাতত কীভাবে দুই দেশের ফুটবলের মউ চুক্তি বাস্তবায়িত হয়, সেটাই দেখার।

Indian Football AIFF Qatar
Advertisment