scorecardresearch

ভারতীয় ফুটবলকে ধ্বংস করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র চলছে! প্রকাশ্যে বোমা এবার AIFF প্রেসিডেন্টের

ভারতীয় ফুটবল নিয়ে বিরাট অভিযোগ উঠে গেল

ভারতীয় ফুটবলকে ধ্বংস করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র চলছে! প্রকাশ্যে বোমা এবার AIFF প্রেসিডেন্টের

ভারতীয় ফুটবলকে কক্ষচ্যুত করার জন্য ষড়যন্ত্র চলছে, এমনটাই এবার জানিয়ে দিলেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। জানিয়ে দিলেন ফেডারেশনের ইউটিউব একাউন্ট প্রথমে হ্যাক করা হয়। তারপরে সাসপেন্ড করা হয় একাউন্টটিকে।

বুধবার টুইট করে বিষ্ফোরকভাবে কল্যাণ চৌবে জানান, “উচ্চমানের স্ট্রিমিং সহ ক্রমবর্ধমান ভারতীয় ফুটবলের সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্র এবং কুচক্রী পরিকল্পনা চলছে। হিরো সন্তোষ ট্রফি চলার সময় ভালো ভিউয়ারশিপ ছিল একাউন্টের। প্রথমে এটিকে হ্যাক করা হয়। তারপর একাউন্টটি নিষেধাজ্ঞার কবলে। এর পিছনে কে রয়েছে?”

দেশের ৭৬তম সন্তোষ ট্রফি লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল ফেডারেশনের নিজস্ব ইউটিউব একাউন্ট এবং ফ্যানকোড এপে। বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা ভারতীয় ফুটবল ইউটিউব চ্যানেলের স্ট্যাটাস সম্পর্কে খোঁজখবর করছিলেন। অনেকের ধারণা ছিল ফেডারেশনের ইউটিউব চ্যানেল হয়ত ডিলিট করা হয়েছে।

কয়েকমাস আগেই কল্যাণ চৌবে ফেডারেশনের সভাপতি পদে নিযুক্ত হন। প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ছিলেন ভাইচুং ভুটিয়াও। তাছাড়া কয়েক মাস আগেই ফেডারশনের প্রশাসনিক কারণে ফিফার তরফে নির্বাসনে পাঠানো হয় ভারতীয় ফুটবলকে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Aiff youtube hack president kalyan choubey blasts conspiracy