Advertisment

প্রথম ভারতীয় হিসেবে মোটরস্পোর্টসে বিশ্বখেতাব জিতলেন ঐশ্বর্য পিসাই

প্রথম ভারতীয় হিসেবে মোটরস্পোর্টসে বিশ্বখেতাব জয়ের নজির গড়লেন ঐশ্বর্য পিসাই। হাঙ্গেরির ভারপালোতায় অনুষ্ঠিত এফআইএম বিশ্বকাপে মহিলাদের ক্য়াটেগরিতে ফাইনাল রাউন্ডে চ্য়াম্পিয়ন হয়েছেন বেঙ্গালুরুর বছরে তেইশের মেয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Aishwarya Pissay becomes first Indian to claim a world title in motorsports

প্রথম ভারতীয় হিসেবে মোটরস্পোর্টসে বিশ্বখেতাব জিতলেন ঐশ্বর্য পিসাই (ছবি-ঐশ্বর্য পিসাইয়ের ফেসবুক থেকে)

প্রথম ভারতীয় হিসেবে মোটরস্পোর্টসে বিশ্বখেতাব জয়ের নজির গড়লেন ঐশ্বর্য পিসাই। হাঙ্গেরির ভারপালোতায় অনুষ্ঠিত এফআইএম বিশ্বকাপে মহিলাদের ক্য়াটেগরিতে ফাইনাল রাউন্ডে চ্য়াম্পিয়ন হয়েছেন বেঙ্গালুরুর বছরে তেইশের মেয়ে। গত রবিবার জুনিয়র ক্য়াটাগরিতেও চ্য়াম্পিয়ন হন তিনি।

Advertisment



ঐশ্বর্য দুবাইতে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে জিতে পতুর্গালে তৃতীয় ও স্পেনে পঞ্চম স্থান অধিকার করেন। হাঙ্গেরিতে চারে শেষ করেন ঐশ্বর্য। ৬৫ পয়েন্টের সৌজন্য়ে তিনি পর্তুগালের রিটা ভিয়েরাকে (৬১ পয়েন্ট) হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেন। হাঙ্গেরিয়ান বাজা জয়ের চূড়ান্ত দাবিদার ছিলেন ঐশ্বর্য আর ভিয়েরাই। জুনিয়র বিভাগে ঐশ্বর্যকে চিলির টমাস দে গাভার্দোর (৬০) কাছে প্রথম স্থান খোয়াতে হয়েছে। দেশের মেয়ে পেয়েছিলেন ৫২ পয়েন্ট।

আগামিকাল ঐশ্বর্য দেশে ফিরবেন। বিশ্ব মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করা কন্য়া জানালেন, "আমি অভিভূত। বলার কোনও ভাষা নেই। গতবছরের কথা ভুলতে পারব না। ওটাই আমার প্রথম আন্তর্জাতিক মরসুম ছিল। স্পেন বাজাতে দুর্ঘটনার পর আমার কেরিয়ারই শেষ হয়ে যাচ্ছিল। সেখান থেকে আজ চ্য়াম্পিয়ন হলাম। অসাধারণ অনুভূতি। জীবনের কঠিন সময়ের মধ্য়ে দিয়ে গিয়েছিলাম। কিন্তু বদ্ধপরিকর ছিলাম আমি ফিরবই। আর ছ'মাসের মধ্য়ে এই সাফল্য় এল। বিশ্বকাপ জয় নিঃসন্দেহে অনেক বড় বিষয়। এই অভিজ্ঞতা সঞ্চয় করে পারফরম্য়ান্স আরও ভাল করার চেষ্টা করব।"

Advertisment