Ajinkya Rahane: এক না তিন, কত নম্বরে ব্যাট করবেন রাহানে? ক্রমশ বাড়ছে ধোঁয়াশা

আপাতত যা পরিস্থিতি, তাতে রাহানে যে তিন নম্বরে ব্যাট করতে নামবেন তা আপাতভাবে ধারণা করা হচ্ছে। এখন সমস্যা হল, রাহানে যদি তিন নম্বরে ব্যাট করতে নামেন, তাহলে অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে ভেঙ্কটেশ আইয়ার কোথায় ব্যাট করতে নামবেন?

আপাতত যা পরিস্থিতি, তাতে রাহানে যে তিন নম্বরে ব্যাট করতে নামবেন তা আপাতভাবে ধারণা করা হচ্ছে। এখন সমস্যা হল, রাহানে যদি তিন নম্বরে ব্যাট করতে নামেন, তাহলে অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে ভেঙ্কটেশ আইয়ার কোথায় ব্যাট করতে নামবেন?

author-image
Koushik Biswas
New Update
Ajinkya Rahane

Ajinkya Rahane KKR: আসন্ন আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে কত নম্বরে ব্যাট করতে নামবেন, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাহানে তিন নম্বরে ব্যাট করতে পারে। একটা কথা স্বীকার করতেই হবে, আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠানে রাহানেকে বেস প্রাইসে দলে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে তিনি হয়ত ওপেন করতে পারেন। কিন্তু, রাহানে যদি একান্তই কলকাতা নাইট রাইডার্সের ওপেনার হিসেবে খেলতে নামেন, তাহলে সুনীল নারিন এবং কুইন্টন ডি কক কোথায় ব্যাট করবেন? ব্যাপারটা ক্রমশ জটিল হতে শুরু করেছে।

Advertisment

আপাতত যা পরিস্থিতি, তাতে রাহানে যে তিন নম্বরে ব্যাট করতে নামবেন তা আপাতভাবে ধারণা করা হচ্ছে। এখন সমস্যা হল, রাহানে যদি তিন নম্বরে ব্যাট করতে নামেন, তাহলে অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে ভেঙ্কটেশ আইয়ার কোথায় ব্যাট করতে নামবেন? জানা গিয়েছে, প্রথম কয়েকটা ম্যাচে রাহানেকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়ে কিছুটা পরীক্ষা করতে চায় কেকেআর ম্য়ানেজমেন্ট। যদি তিন নম্বরে ব্যাট করতে নেমে রাহানে ব্যর্থ হন, তারপর আগামী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা যাবে। প্রসঙ্গত, গত মরশুমের অধিকাংশ ম্যাচেই ভেঙ্কটেশ আইয়ার তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এবং সবথেকে বড় কথা, রান পেয়েছিলেন।

ইডেন গার্ডেন্সে অনুশীলন করার সময় অজিঙ্কা রাহানেকে তিন নম্বরে ব্যাট করতে দেখা যায়। কিন্তু, তিনি রান করতে পারেননি। প্রথম প্র্যাকটিস ম্যাচে তিনি ১১ বলে ১৩ রান করেছিলেন। আর দ্বিতীয় ম্যাচে ৯ বলে করেছেন ১১ রান। কেকেআর ম্য়ানেজমেন্ট আশা করছে, সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের এই ব্যাটার যেমন পারফরম্যান্স করেছেন, ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও তার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে।

প্রসঙ্গত, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের এই ব্যাটার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেছিলেন। ৯ ম্যাচে তাঁর ব্যাট থেকে ৪৬৯ রান বেরিয়ে আসে। এরমধ্যে রয়েছে পাঁচটি হাফসেঞ্চুরি। পাশাপাশি তাঁর ব্যাটিং গড় ৫৮.৬২। তবে মাথায় রাখতে হবে, মুম্বইয়ের হয়ে রাহানে কিন্তু ওপেন করতে নামবেন। মুম্বইয়ের টপ অর্ডার ব্যাটার হিসেবে রাহানে কিন্তু যথেষ্ট ধারাবাহিকতা দেখিয়েছেন। তাঁর ব্যাট থেকে যথাক্রমে ৩৭, ৯৮, ৮৪, ৯৫, ২২, DNB, ৬৮, ৫২, ১৩ রান বেরিয়ে এসেছে।

Advertisment

২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য কেকেআর স্কোয়াড

ব্যাটার - রিঙ্কু সিং, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অঙ্গকৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, লুভনিথ শিশোদিয়া, অজিঙ্কা রাহানে (অধিনায়ক)।

অলরাউন্ডার - ভেঙ্কটেশ আইয়ার (সহ অধিনায়ক), অনুকূল রায়, মঈন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল।

বোলার - অনরিখ নোর্কিয়া, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কন্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া (উমরান মালিকের পরিবর্তে), হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী।

IPL Ajinkya Rahane KKR