Advertisment

রোহিত টেস্ট একাদশের বাইরে, ভাবতেই খারাপ লাগছে: রাহানে

সীমিত ওভারের ক্রিকেটের মতো বিধ্বংসী না হলেও টেস্টেও রোহিত যথেষ্ট কার্যকর। ২৭টি টেস্টে অংশ নিয়ে রোহিত তিনটে শতরান করেছেন। গড় ৪০-এর কাছাকাছি।

author-image
IE Bangla Web Desk
New Update
rohit sharma

চেতেশ্বর পূজারার সঙ্গে রোহিত শর্মা (টুইটার)

রোহিত শর্মা টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েও রিজার্ভ বেঞ্চে বসছেন, এমন দৃশ্য দেখতে মোটেই ভাল লাগছে না অজিঙ্কা রাহানে। জাতীয় দলের তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন প্রকাশ্যেই। একের পর এক টেস্ট সিরিজে রাহানের ফর্মও উদ্বেগে রেখেছিল টিম ম্যানেজমেন্টকে। তবে ক্যারিবিয়ান সফরে হনুমা বিহারীর সঙ্গে মিডল অর্ডারে রাহানের ব্যাটে রান স্বস্তি দিয়েছে টিমকে।

Advertisment

আপাতত রাহানের সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলার চ্যালেঞ্জ। একটি প্রমোশনাল ইভেন্টে রাহানে জানিয়ে দিচ্ছেন, "এখনও জানি না রোহিত টেস্টে ওপেন করবে কিনা, তবে যদি ওকে ওপেন করতে পাঠানো হয়, তাহলে ভালই লাগবে। ওয়েস্ট ইন্ডিজেও বলেছি, রোহিতের মত প্রতিভাধর ক্রিকেটারকে যদি বাইরে বসতে হয়, সেটা মোটেই ভাল লাগে না।

আরও পড়ুন নভদীপকে ম্যাচের মাঝেই মাথা খাটানোর পরামর্শ রোহিতের, দেখুন ভিডিও

সীমিত ওভারের ক্রিকেটের মতো বিধ্বংসী না হলেও টেস্টেও রোহিত যথেষ্ট কার্যকর। ২৭টি টেস্টে অংশ নিয়ে রোহিত তিনটে শতরান করেছেন। গড় ৪০-এর কাছাকাছি। বিশ্বকাপের দুরন্ত ফর্মের কথা মাথায় রেখে রোহিতকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াডে রাখা হলেও, প্রথম একাদশে খেলানো হয়নি। তবে লোকেশ রাহুলের খারাপ ফর্মে ওপেনিং স্লটে রোহিতের সুযোগ এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে রোহিতকে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে। আগেই জানিয়ে দিয়েছেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিতের স্ত্রী, চাহালের আলাপ

রাহানে অবশ্য সতীর্থের পাশেই দাঁড়িয়ে বলছেন, "রোহিত অনেক পরিশ্রম করেছে। যদি ও সুযোগ পায়, তাহলে ও ভাল খেলবেই। যেটা সবাই জানে, রোহিতের ট্যালেন্ট কী সংঘাতিক রকমের। বরাবরই স্পেশ্যাল। টেস্ট ক্রিকেট হল মানসিকতা ঠিক রেখে পারফর্ম করার জায়গা। টেস্টে যদি কোনও বোলার নিজের স্পেলে ভাল বোলিং করেন, তাহলে তাঁকে সম্মান দেখিয়ে পরে নিজের স্বাভাবিক খেলার সুযোগ রয়েছে।"

Read the full article in ENGLISH

BCCI Rohit Sharma
Advertisment