Ajinkya Rahane on KKR Loss: রেগে আগুন রাহানে, কার ঘাড়ে চাপালেন গুজরাটের বিরুদ্ধে হারের বোঝা?

Ajinkya Rahane Captaincy: কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানই করতে পেরেছে। কেকেআর ব্রিগেডের হয়ে অধিনায়ক অজিঙ্কা রাহানে সর্বাধিক ৫০ রান করেছেন। এছাড়া অঙ্গকৃশ রঘুবংশী ২৭ রান করেন।

Ajinkya Rahane Captaincy: কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানই করতে পেরেছে। কেকেআর ব্রিগেডের হয়ে অধিনায়ক অজিঙ্কা রাহানে সর্বাধিক ৫০ রান করেছেন। এছাড়া অঙ্গকৃশ রঘুবংশী ২৭ রান করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajinkya Rahane (3)

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে

Ajinkya Rahane: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের ৩৯ নম্বর ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং গুজরাট টাইটান্স একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছিল। অধিনায়ক শুভমান গিল ঝকঝকে ৯০ রানের একটি ইনিংস খেলেন। অন্যদিকে, হাফসেঞ্চুরি (৫২ রান) করেছেন সাই সুদর্শনও।

Advertisment

টার্গেট তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানই করতে পেরেছে। কেকেআর ব্রিগেডের হয়ে অধিনায়ক অজিঙ্কা রাহানে সর্বাধিক ৫০ রান করেছেন। এছাড়া অঙ্গকৃশ রঘুবংশী ২৭ রান করেন। গুজরাটের বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা এবং রশিদ খান দুটো করে উইকেট শিকার করেছেন। অন্যদিকে আবার সাই কিশোর, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা এবং মহম্মদ সিরাজ একটি করে উইকেট শিকার করেন। এই জয়ের পাশাপাশি গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখল। তবে কলকাতা নাইট রাইডার্স এই ম্য়াচটা হারার পর অধিনায়ক রাহানে কার্যত ক্ষোভে ফেটে পড়েন। 

KKR Player Andre Russell: ১২ কোটির 'বোঝা'! পাঞ্জাবের কাছে লজ্জার হারে ভিলেন KKR-এর এই তারকা

বিস্ফোরক মন্তব্য করলেন অজিঙ্কা রাহানে

Advertisment

ম্যাচের পর কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে বললেন, 'আমি ভেবেছিলাম ১৯৯ রানের লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলতে পারব। বল হাতে আমরা দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলাম। আশা করেছিলাম যে শুরুটা (ওপেনিং) ভাল হবে। কিন্তু, গোটা টুর্নামেন্ট জুড়ে এই সমস্যাটা কিছুতেই পিছু ছাড়ছে না। যত দ্রুত এই ভুল থেকে আমরা শিক্ষাগ্রহণ করতে পারি, ততই আমাদের জন্য মঙ্গলজনক হবে।'

KKR VS GT Highlights, IPL 2025: ঘরের মাঠে লজ্জার হার, গুজরাটের বিরুদ্ধে ৩৯ রানে পরাস্ত কেকেআর

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'উইকেটের গতি কিছুটা হলেও শ্লথ ছিল। বল করার সময় আমরা ভেবেছিলাম যে গুজরাট টাইটান্সকে থেকে ২১০ কিংবা ২০০ রানের নীচে আটকে রাখা যেতে পারে, তাহলে এই ম্য়াচটা জিততে পারব। তবে সেক্ষেত্রে দলের মিডল অর্ডারকে ভাল ব্যাটিং করতে হবে। পাশাপাশি ওপেনিংটাও যথেষ্ট ভাল হওয়া দরকার। আমাদের বোলাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। ওদের প্রতি আমার কোনও অভিযোগ নেই। প্রত্যেকটা ম্য়াচেই ওরা ভাল পারফরম্য়ান্স করছে। হ্যাঁ, ফিল্ডিংটা আমাদের আরও উন্নত করতে হবে। এই ম্য়াচে আরও ১৫-২০ রান বাঁচাতে পারলেই, ফলাফল অন্য হতে পারত। গোটা বিষয়টাই আমাদের অ্যাটিচিউডের উপর নির্ভর করছে। আমাদের আরও পরিশ্রম করতে হবে।'

Kolkata Knight Riders IPL 2025 Ajinkya Rahane