বিশাখাপত্তনমে প্রথম টেস্ট চলাকালীনই সুখবর। কন্য়াসন্তানের পিতা হলেন অজিঙ্কা রাহানে। স্ত্রী রাধিকা ধোপাভকার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রবিবারেই। দক্ষিণ আফ্রিকা সফরের জন্যই জাতীয় দলের হয়ে খেলতে আপাতত ব্য়স্ত রাহানে।
গত অগাস্টেই রাহানে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, খুব শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। তারপরে রাহানে স্ত্রী রাধিকা গত সপ্তাহেই নিজের বেবি-বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছিলেন। লিখেছিলেন, "সন্তানসম্ভবা মহিলাদের বেশি করে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা উচিত। কফি একদম খাওয়া চলবে না। আপনি কি যথোপযুক্ত পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করছেন?"
আরও পড়ুন রোহিত টেস্ট একাদশের বাইরে, ভাবতেই খারাপ লাগছে: রাহানে
এর পাশাপাশি দীর্ঘ পোস্টে আরও লিখেছিলেন, "অন্তঃস্বত্ত্বা হওয়ার অর্থ অতিরিক্ত যত্ন নিতে হবে। তবে খবরের স্রোতে নিজেকে বিভ্রান্ত করা চলবে না। আমি একদম বেসিকস জিনিস ফলো করে সুফল পেয়েছি। প্রাত্যহিক পুষ্টিসমৃদ্ধ খাবার খাই। সন্তান জন্মের প্রথম ১০০০দিন মস্তিষ্কের গঠনগত বৃদ্ধির জন্য আয়োডিন প্রয়োজন। তাই আয়োডিন পরিমাণ মতো নিয়মিত গ্রহণ তরতেই হবে। টাটা লবণে উপযুক্ত পরিমাণে আয়োডিন রয়েছে। প্রত্যেক আসন্নপ্রসবা মায়েদের কাছে অনুরোধ আপনারা এই সচেনতার বার্তা ছড়িয়ে দিন।"
আরও পড়ুন বাবা হচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা! স্ত্রী-র সঙ্গে একান্ত ছবিতেই জানালেন সুখবর
Congratulations new daddy in town @ajinkyarahane88 hope Mum and lil princess ???? are doing well.. fun part of life starts now ajju. #fatherhood
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 5, 2019
Our #RoyalsFamily just got a little younger! ????
Congratulations on the birth of your daughter, @ajinkyarahane88 & Radhika! ???????? pic.twitter.com/AoIyBODYvL
— Rajasthan Royals (@rajasthanroyals) October 5, 2019
রবিবারের সুখবর প্রকাশ্য়ে আসার পরেই ক্রিকেট সমাজ শুভেচ্ছা জানিয়েছে রাহানে ও তাঁর স্ত্রীকে। হরভজন যেমন লিখেছেন, "শহরে নতুন বাবা রাহানেকে শুভেচ্ছা। আশা করি, মা এবং ছোট্ট রাজকন্যে ভাল রয়েছে। আজ্জু, জীবনের মজার সময় শুরু হল এবার।" রাহানের আইপিএল দল রাজস্থান রয়্যালসের টুইট, আমাদের রয়্যালস পরিবারে একজন সদস্য় যুক্ত হল। রাহানে বাবা হওয়ার জন্য তোমাকে শুভেচ্ছা।
আরও পড়ুন রায়ডু নয়, রাহানেকে চান সৌরভ
ক্যারিবিয়ান সিরিজে ১৭ টেস্টের পরে শতরান করেছিলেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার ফর্মে থাকা রাহানে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ইনিংসে ১৫ রানের বেশি করতে পারেননি।
Read the full article in ENGLISH