Advertisment

বাবা হলেন রাহানে, টেস্টের মধ্যেই সুখবর ভারতীয় দলে

কন্যা সন্তানের বাবা হলেন অজিঙ্কা রাহানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে প্রথম টেস্ট চলার সময়েই সুখভর এল ভারতীয় দলে। শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সহ অন্যান্যারা।

author-image
IE Bangla Web Desk
New Update
ajinkya rahane and radhika

অজিঙ্কা রাহানে এবং স্ত্রী রাধিকা (ক্রিকেটারের টুইটার)

বিশাখাপত্তনমে প্রথম টেস্ট চলাকালীনই সুখবর। কন্য়াসন্তানের পিতা হলেন অজিঙ্কা রাহানে। স্ত্রী রাধিকা ধোপাভকার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রবিবারেই। দক্ষিণ আফ্রিকা সফরের জন্যই জাতীয় দলের হয়ে খেলতে আপাতত ব্য়স্ত রাহানে।

Advertisment
View this post on Instagram

❤️❤️

A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane) on

গত অগাস্টেই রাহানে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, খুব শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। তারপরে রাহানে স্ত্রী রাধিকা গত সপ্তাহেই নিজের বেবি-বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছিলেন। লিখেছিলেন, "সন্তানসম্ভবা মহিলাদের বেশি করে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা উচিত। কফি একদম খাওয়া চলবে না। আপনি কি যথোপযুক্ত পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করছেন?"

View this post on Instagram

Have more of milk and milk products. Don’t have that much coffee. And are you taking the supplements you need? Being pregnant means being ready for extra care and extra attention from just about everyone. And the flood of information can only make things confusing. I have found it helpful to stick to the basics and keep track of my daily nutrient intake. Among all nutrients, I got to know how adequate iodine is essential for an expecting mother as well as the baby since first 1000 days of life are considered to be the critical period for Brain development for which Iodine is an essential nutrient.. Thankfully, Tata Salt with iodine is already a part of my diet. Thus, I am not #MissingI. @desh_ka_namak Requesting all mothers @momspresso to pledge their support in raising awareness for #MissingI

A post shared by Radhika Rahane (@radhika_dhopavkar) on

আরও পড়ুন রোহিত টেস্ট একাদশের বাইরে, ভাবতেই খারাপ লাগছে: রাহানে

এর পাশাপাশি দীর্ঘ পোস্টে আরও লিখেছিলেন, "অন্তঃস্বত্ত্বা হওয়ার অর্থ অতিরিক্ত যত্ন নিতে হবে। তবে খবরের স্রোতে নিজেকে বিভ্রান্ত করা চলবে না। আমি একদম বেসিকস জিনিস ফলো করে সুফল পেয়েছি। প্রাত্যহিক পুষ্টিসমৃদ্ধ খাবার খাই। সন্তান জন্মের প্রথম ১০০০দিন মস্তিষ্কের গঠনগত বৃদ্ধির জন্য আয়োডিন প্রয়োজন। তাই আয়োডিন পরিমাণ মতো নিয়মিত গ্রহণ তরতেই হবে। টাটা লবণে উপযুক্ত পরিমাণে আয়োডিন রয়েছে। প্রত্যেক আসন্নপ্রসবা মায়েদের কাছে অনুরোধ আপনারা এই সচেনতার বার্তা ছড়িয়ে দিন।"

আরও পড়ুন বাবা হচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা! স্ত্রী-র সঙ্গে একান্ত ছবিতেই জানালেন সুখবর

রবিবারের সুখবর প্রকাশ্য়ে আসার পরেই ক্রিকেট সমাজ শুভেচ্ছা জানিয়েছে রাহানে ও তাঁর স্ত্রীকে। হরভজন যেমন লিখেছেন, "শহরে নতুন বাবা রাহানেকে শুভেচ্ছা। আশা করি, মা এবং ছোট্ট রাজকন্যে ভাল রয়েছে। আজ্জু, জীবনের মজার সময় শুরু হল এবার।" রাহানের আইপিএল দল রাজস্থান রয়্যালসের টুইট, আমাদের রয়্যালস পরিবারে একজন সদস্য় যুক্ত হল। রাহানে বাবা হওয়ার জন্য তোমাকে শুভেচ্ছা।

আরও পড়ুন রায়ডু নয়, রাহানেকে চান সৌরভ

ক্যারিবিয়ান সিরিজে ১৭ টেস্টের পরে শতরান করেছিলেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার ফর্মে থাকা রাহানে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ইনিংসে ১৫ রানের বেশি করতে পারেননি।

Read the full article in ENGLISH

cricket BCCI
Advertisment