Ajinkya Rahane KKR: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI) প্রথম জয় হাসিল করল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত দ্বাদশ ম্য়াচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৮ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচে মুম্বইয়ের হয়ে ডেবিউ করেন অশ্বিনী কুমার। আর অভিষেক ম্য়াচেই তিনি ৪ উইকেট শিকার করলেন।
গোটা কেকেআর দল মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে যায়। সবচেয়ে বড় লজ্জার কথা, কেকেআর ব্রিগেডের ৬ ব্য়াটার দুই অঙ্কের রান করতে পারেননি। ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স হাসতে-হাসতে ১২.৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে হাসিল করে নেয়।
প্রথম জয়ের স্বাদ পেল মুম্বই
১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs Kolkata Knight Riders) শুরু থেকেই দমদার ব্যাটিং পারফরম্য়ান্স শুরু করে। রায়ান রিকলটন মুম্বইয়ের ব্যাটিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেন। রোহিত শর্মার সঙ্গে তিনি ওপেনিং জুটিতে ৪৬ রান করেন তিনি। আরও একবার ফ্লপ হলেন রোহিত। ১২ বলে ১৩ রান করে তাঁকে ফিরে যেতে হল।
যদিও অপর প্রান্তে রিকলটনের ব্যাটিং ধামাকা ছিল অব্যাহত। ৩৩ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। রিকলটন ৪১ বলে ৬২ রান করে অপরাজিত থাকে। এই ইনিংসে তিনি ৪ চার এবং ৫ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব ৩০০-র স্ট্রাইক রেটে ব্যাট করেন। ৯ বলে অপরাজিত ২৭ রান দলকে উপহার দেন।
এই হারের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি বলেন, 'এটা আমাদের সামগ্রিক ব্যাটিং ব্যর্থতা। এই উইকেট ব্যাট করার জন্য একেবারে উপযুক্ত ছিল। ১৮০-১৯০ রান তো অনায়াসেই তোলা যেত। আর সেটা আমরা আশাও করছিলাম। এই উইকেটে যথেষ্ট বাউন্স ছিল। যখন আপনাকে বাউন্সের বিরুদ্ধে লড়াই করতে হয়, তখন ব্যাটার হিসেবেও সেই বাউন্সটা কাজে লাগাতে হয়।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আশা করছি, এই হার থেকে আমরা দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারব। করতেই হবে। আমাদের দলের বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু, লড়াই করার জন্য বোর্ডে পর্যাপ্ত রান ছিল না। পাওয়ারপ্লে চলাকালীন আমরা ৪ উইকেট হারিয়ে ফেলেছিলাম। এরপর আর ঘুরে দাঁড়াতে পারিনি। একজন ব্যাটারকে অন্তত ধরে রাখতে হত। তাকে শেষপর্যন্ত খেলতে হত। কিন্তু, সেই দায়িত্বটাই কেউ গ্রহণ করল না।'