Ajinkya Rahane Half Century: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নেমেছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। কিন্তু, তাঁর সিদ্ধান্ত যে আপাতত ব্যাকফায়ার করেছে, তা বলা যেতেই পারে। সৌজন্যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে।
কলকাতা নাইট রাইডার্স দলের নয়া অধিনায়ক হিসেবে যখন অজিঙ্কা রাহানের নাম ঘোষণা করা হয়েছিল, সেইসময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে ভেঙ্কটেশ আইয়ার থাকতে কেন তাঁকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে? সেটাই শনিবার (২২ মার্চ) বুঝিয়ে দিলেন রাহানে। মাত্র ২৫ বলে তাঁর ব্যাট থেকে একটা ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। তাঁর ব্যাট থেকে ৬ বাউন্ডারি এবং ৫ ওভার বাউন্ডারি বেরিয়ে এসেছে। ৯ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর এক উইকেটে ৯৬ রান।
এই ম্যাচে শুরুটা অবশ্য কলকাতা নাইট রাইডার্স খুব একটা ভালো করতে পারেনি। দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন কুইন্টন ডি কক এবং সুনীল নারিন। কিন্তু মাত্র ৪ রান করে ডি কককে ফিরে যেতে হল। জস হ্যাজেলউড তাঁর উইকেট শিকার করেন। আর কুইন্টন প্যাভিলিয়নে ফিরতেই ব্য়াট করতে নামেন অজিঙ্কা রাহানে। আর শুধুমাত্র নামলেন বললে ভুল হবে। এলেন, দেখলেন এবং জয় করলেন।
তবে হাফসেঞ্চুরির পর রাহানে আর খুব বেশিক্ষণ নিজের ইনিংসটা বড় করতে পারলেন না। ১০.৩ ওভারে রাহানে ৩১ বলে ৫৬ রান করে আউট হয়ে যান। তিনি কেকেআর ব্রিগেডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। এই ম্য়াচে তিনি শতরান করতে পারলেন না। তবে ৬ চার এবং ৪ ছক্কা হাঁকালেন। কেকেআর ১০.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে। রাহানেকে আউট করলেন ক্রুনাল পান্ডিয়া। ১১ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর তিন উইকেটে ১১০ রান।