Ajit Agarkar-Gautam Gambhir: অস্ট্রেলিয়াতেই থাকতে হবে! কষতে হবে কোহলি-রোহিতকে বাদ দেওয়ার ছক, আগারকারকে বিস্ফোরক নির্দেশ BCCI-এর

Border Gavaskar Trophy: চাপে পড়ে গিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগারকার, হেড কোচ গৌতম গম্ভীর দুজনেই। বোর্ডের তরফে দুজনকেই দেওয়া হল কড়া নির্দেশ।

Border Gavaskar Trophy: চাপে পড়ে গিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগারকার, হেড কোচ গৌতম গম্ভীর দুজনেই। বোর্ডের তরফে দুজনকেই দেওয়া হল কড়া নির্দেশ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajit Agarkar gautam gambhir

Ajit Agarkar gautam gambhir: আগারকার-গম্ভীরকে বড় নির্দেশ বোর্ডের (টুইটার)

Ajit Agarkar, Gautam Gambhir, BCCI, Team India: নিউজিল্যান্ডের হাতে ঘরের মাঠে হোয়াইটওয়াশ। এই ঘটনাতেই টলে গিয়েছে ভারতীয় ক্রিকেট। ক্রিকেটার তো বটেই চাপ বেড়েছে টিম ম্যানেজমেন্টের সদস্যদেরও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারানো সম্মান পুনরুদ্ধারের সঠিক মঞ্চ আপাতত শুক্রবার থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকার ট্রফি।

Advertisment

একসময় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য একনম্বর ফেভারিট ছিল ভারত-ই। তবে সেখান থেকেই দলের আচমকা স্খলন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে দিয়েছে টানা দুবার টেস্টের ফাইনালে পৌঁছনো দলকে। সমীকরণ অনুযায়ী, বর্ডার গাভাসকার ট্রফিতে পাঁচ ম্যাচের অন্তত চারটেতে জিততে হবে ফাইনালে পৌঁছনোর জন্য।

এমন অবস্থায় বোর্ডের তরফে কড়া নির্দেশ দেওয়া হল নির্বাচক প্রধান অজিত আগারকার এবং হেড কোচ গৌতম গম্ভীরকে। কিউইদের হাতে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছিল, বর্ডার গাভাসকার ট্রফি ভারত নিজেদের দখলে রাখতে ব্যর্থ হলে চাকরি খোঁয়াবেন গম্ভীর।

বোর্ডের তরফে নির্বাচক প্রধান অজিত আগারকারকে নির্দেশ দেওয়া হয়েছে, পাঁচ টেস্টের সিরিজ চলাকালীন তিনি যেন অস্ট্রেলিয়াতেই থেকে যান। বিপর্যয়ের সিরিজ হারের পর বলা হয়েছিল গৌতম গম্ভীরের সঙ্গে অজিত আগারকারের একাধিক বিষয়ে মতানৈক্য ঘটেছে। সেরকম ঘটনা যাতে না হয়, সেইজন্য গম্ভীরের সঙ্গে আগারকার সরাসরি সংযোগে জোর দিচ্ছে বোর্ড।

Advertisment

সিরিজ চলার সময় টিমের পারফরম্যান্স বিবেচনা করে হেড কোচ এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান একাধিক বৈঠক করে যোগাযোগ বজায় রাখবেন। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স যেমন খতিয়ে দেখা হবে, তেমন সিনিয়রদের দিকে নজর রাখা হবে। টেস্ট ফরম্যাটে একাধিক ভারতীয় তারকা কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মাদের রূপান্তর পর্ব হাতে মসৃণ হয়, সেদিকেও নজর দেওয়া হবে।

বোর্ডের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, "ঘরের মাঠে সিরিজ হারে যে সব মহল থেকে প্রতিক্রিয়া ভেসে আসবে, সেটা গম্ভীর, আগারকার দুজনেই জানতেন। যেহেতু এটা লম্বা একটা সফর, তাই আগারকারকে নির্দেশ দেওয়া হয়েছে, দলের সঙ্গে থেকে ভারতীয় ক্রিকেটের জন্য হেড কোচের সঙ্গে আলোচনা করে আগামীর রোডম্যাপ তৈরি করার জন্য। পুরো ব্যাক আপ তৈরি করার জন্য নূন্যতম দেড় বছর সময় দিতেই হবে। আর এই পদ্ধতিতে দুজনের দর্শনের সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।"

"রবি অশ্বিন, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, রোহিত শর্মা রি চারজন তিরিশের কোটার শেষে দিকে। এঁরা সকলেই এখনও দলের অপরিহার্য অংশ। তবে কঠিন সিদ্ধান্ত নেওয়া হতেই পারে। নির্বাচক এবং কোচেদের দর্শন সম্পর্কে এঁদের অবহিত করে রাখা হবে। আগামী দু বছরের মধ্যেই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তে এঁদের ভূমিকা কেমন হবে, সেই সম্পর্কেও ওঁদের মতামত নেওয়া হবে।"

Gautam Gambhir BCCI Indian Cricket Team Indian Team Ajit Agarkar India Cricket Team Team-India Team India Team India