জাতীয় দলে শীঘ্রই নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে। স্টিং অপারেশন কাণ্ডে ফেঁসে চেতন শর্মার বিদায় ঘটেছিল। তারপর চলতি মাসেই প্রধান নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই।
সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে অজিত আগারকার। তাঁর সঙ্গেই লড়াইয়ে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রীর মত হেভিওয়েট নাম।
ভারতীয় নতুন প্রধান নির্বাচক বাছাই করবে বোর্ডের উপদেষ্টা কমিটির তিন সদস্য অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষনা নাইকের কমিটি। ৩০ জুন প্রধান নির্বাচক হওয়ার জন্য আবেদন সীমা বেঁধে দিয়েছে বোর্ড। তারপর উপদেষ্টা কমিটির তরফে ১ জুলাই নেওয়া হতে পারে সাক্ষাৎকার।
আরও পড়ুন: BCCI প্রেসিডেন্ট থাকা হল না! জয় শাহকে ট্যাগ করে আক্ষেপে একাকার সৌরভ
চেতন শর্মা সরে যাওয়ার পর নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ আপাতত ফাঁকাই রয়েছে। উত্তরাঞ্চল থেকে এই মুহূর্তে বোর্ডের কোনও প্রতিনিধি নেই। সলিল আঙ্কলা (পশ্চিমাঞ্চল), শিবসুন্দর দাস (পূর্বাঞ্চল), সুব্রত বন্দ্যোপাধ্যায় (পশ্চিমাঞ্চল), শ্রীধরণ শরৎ (দক্ষিণাঞ্চল)।
ঘটনাচক্রে রবি শাস্ত্রী, অজিত আগারকার কিংবা দিলীপ বেঙ্গসরকার নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসাবেই যেই চেয়ারে বসুন না কেন, তা বোর্ডের ইতিহাসে তাৎপর্যপূর্ণ বিষয় হতে চলেছে। কারণ, সেক্ষেত্রে দুজন নির্বাচক হবেন পশ্চিমাঞ্চল থেকে। আগারকার, শাস্ত্রী, বেঙ্গসরকার তিনজনই পশ্চিমাঞ্চলের। উত্তরাঞ্চলের কোনও প্রতিনিধিই থাকবে না বোর্ডে।
যাইহোক, দৌড়ে এগিয়ে আগারকার। প্রাক্তন এই সিমার জাতীয় দলের হয়ে ২৬ টেস্ট, ১৯১টি ওয়ানডে এবং ৪টে টি২০ খেলেছেন। তিন ফরম্যাটে তাঁর উইকেটসংখ্যা যথাক্রমে ৫৮, ২৮৮ এবং ৩ উইকেট। কুম্বলে এবং শ্রীনাথের পর ভারতের ওয়ানডের ইতিহাসে তিনিই তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। কেরিয়ারের সেরা মুহূর্ত ২০০৭-এর টি২০ বিশ্বকাপের প্ৰথম সংস্করণেই বিশ্বকাপ জয় করা নীল জার্সিতে। যদিও টুর্নামেন্টে তিনি মাত্র তিনটে ম্যাচ খেলেছিলেন।