ভাবা হয়েছিল সৌদি আরবের লিগে এসেই গোলের বন্যা বইয়ে দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে দু-ম্যাচ খেলার পরেও এখনও সেরা ছন্দে পাওয়া যায়নি পর্তুগিজ মহাতারকাকে। প্রো লিগে অভিষেকের দিনে গোল পাননি। তবে দল জিতেছিল ইত্তেফাক এফসির বিপক্ষে। এবার সৌদি সুপার কাপেও রোনাল্ডো সুপারফ্লপ। তিনি গোল পাননি। দলও ছিটকে গিয়েছে।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা গোটা ম্যাচে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিলাম। তবে জালে বল জড়াতে পারেননি। বেশিরভাগ সময়ই ইত্তিহাদের ডিফেন্স ঠান্ডা রাখল তাঁকে।
আরও পড়ুন: নিজের দেশকে দেখো, আর্জেন্তিনাকে নিয়ে ভাবতে হবে না! মেসিদের অপমান করতেই ইব্রাকে ধুলেন আগুয়েরো
প্রথমার্ধেই আল নাসের দু-গোল হজম করে ফেলেছিল। আল ইত্তিহাদের হয়ে গোল করে যান রোমারিনহো এবং আব্দেররাজ্জাক হামদাল্লা। ০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় আল নাসেরের হয়ে একটি গোলশোধ করেন আন্ডারসন তালিস্কা। তবে তা-ও নাসেরকে ম্যাচে ফেরানোর জন্য যথার্থ ছিল না। সংযোজিত সময়ে ইত্তিহাদের হয়ে মুহান্নাদ আল শনকিতি তৃতীয় গোল করে যান।
তবে আল ইত্তিহাদ দ্বিতীয় গোল করার আগে ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল আল নসের। একা গোলকিপারকে সামনে পেয়েও রোনাল্ডো হেডে বল জালে জড়াতে পারেননি। এমন অবস্থায় রোনাল্ডোকে হারের জন্য বিষ্ফোরকভাবে দায়ী করে বসলেন আল নাসের কোচ রুডি গার্সিয়া।
আরও পড়ুন: পেলে-মারাদোনা অনেক দূরে, মেসির মত ড্রিবলার আর কেউ নন, ভাইরাল ভিডিওয় দেখে নিন কেন
বিতর্কের আগুন জ্বালিয়ে তিনি ম্যাচের পরেই বলে দেন, "যে বিষয়টা ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল, তা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সুযোগ নষ্ট। আল ইত্তিহাদকে অভিনন্দন। ওঁরা প্রথমার্ধে আমাদের থেকে ভালো খেলেছে। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেললেও ফলাফলে প্রভাব ফেলতে পারলাম না।"
মহাতারকার কাটা ঘায়ে নুন ছিটিয়ে এবার ব্যঙ্গ করেছেন আল ইত্তিহাদ সমর্থকরাও। সৌদি সুপার কাপের ম্যাচের পরেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রোনাল্ডো ড্রেসিংরুমের দিকে ফেরার সময় ইত্তিহাদ সমর্থকরা রোনাল্ডোর সামনে গিয়ে চিৎকার করছেন, 'মেসি, মেসি..' ধ্বনিতে।
Read the full article in ENGLISH