৩৮৮টি দুষ্প্রাপ্য রত্ন, ১৮ ক্যারাট সোনায় মোড়া রোনাল্ডোর ঘড়ি! দাম জানলে ঘামতে হবে দরদর করে Sports: Al Nassr Cristiano Ronaldo saudi arabia themed gem watch price | Indian Express Bangla

৩৮৮টি দুষ্প্রাপ্য রত্ন, ১৮ ক্যারাট সোনায় মোড়া রোনাল্ডোর ঘড়ি! দাম জানলে ঘামতে হবে দরদর করে

পারফরম্যান্সের জন্য নয়, ঘড়ির কারণেই ফের শিরোনামে উঠে এলেন রোনাল্ডো

৩৮৮টি দুষ্প্রাপ্য রত্ন, ১৮ ক্যারাট সোনায় মোড়া রোনাল্ডোর ঘড়ি! দাম জানলে ঘামতে হবে দরদর করে

রেকর্ড অর্থে সৌদি আরবের আল নাসেরে আগেই যোগ দিয়েছেন। চুক্তির অঙ্কে তিনি ছাপিয়ে গিয়েছেন বিশ্বের সেরা সেরা তারকাদের। এবার ঘড়ির কারণে শিরোনামে উঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানা যাচ্ছে আল নাসেরে সই করার পরে রোনাল্ডোকে একটি ঘড়ি উপহার দেওয়া হয়েছে। যার দাম ৭ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৬ কোটি টাকা।

সৌদি আরবে রোনাল্ডোকে একাধিকবার দেখা গিয়েছে বহুমূল্যের সেই ঘড়ি পরে থাকতে। দুর্মূল্য সেই ঘড়িতে রয়েছে ৩৮৮ দুষ্প্রাপ্য রত্ন (সাভোরাইট স্টোন)। ১৮ ক্যারাট সোনাট মোড়া সেই ঘড়ি সৌদি আরবের জাতীয় পতাকার সঙ্গে সঙ্গতি রেখে ঘন সবুজ বর্ণের। ঘড়ির স্ট্র্যাপও সবুজ বর্ণের।

বিশেষ এই ঘড়িটি রোনাল্ডোকে উপহার দিয়েছে বিখ্যাত জ্যাকব এন্ড কোং। সেই ঘড়ি পরেই মাঠে ভাগ্য বদলের আশায় রয়েছেন মহাতারকা।

আরও পড়ুন: সৌদিতে সই করে মেসিকে টেক্কা দিয়েছেন রোনাল্ডো! বিষ্ফোরক মন্তব্যে হাসির খোরাক ‘কুখ্যাত’ সাংবাদিক

কয়েকদিন আগেই আল নাসেরের জার্সিতে সৌদি প্রো লিগে ইত্তেফাক এফসির বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছেন মহাতারকা। কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের মাঠে ইত্তেফাককে ১-০ গোলে হারিয়ে একনম্বরে পৌঁছে গিয়েছে আল নাসের। রোনাল্ডো গোল না পেলেও তাঁর উপস্থিতিতে জনজোয়ার নেমেছিল স্টেডিয়ামে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবল কেরিয়ারের অধিকাংশ সময়ই কাটিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিড এবং জুভেন্তাসে। ইউরোপের শীর্ষ পর্যায়ের কোনও ক্লাব রোনাল্ডোকে নিতে রাজি না হওয়ায় সৌদির আল নাসেরের সঙ্গে চুক্তি করেছেন ২০২৫ পর্যন্ত। মিডিয়া সূত্রে বলা হচ্ছে, আল নাসেরের চুক্তির ফলে বার্ষিক ২০০ মিলিয়ন ডলার উপার্জন করবেন তিনি। ফুটবল ইতিহাসে তিনিই আপাতত সর্বোচ্চ চুক্তিবদ্ধ ফুটবলার।

আল নাসের প্রেসিডেন্ট মুসল্লি আল মুয়াম্মার রোনাল্ডোর আড়াই বছরের চুক্তির অর্থ খোলসা করেননি। তবে জানিয়েছেন দুনিয়ার সেরাতম চুক্তি পাওয়ার যোগ্য রোনাল্ডো।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Al nassr cristiano ronaldo saudi arabia themed gem watch price

Next Story
ভীতু দল হওয়া মানায় না ভারতকে! বিশ্বকাপের আগেই বিষ্ফোরক সৌরভ