মেসির ভূত যেন পিছনে ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সৌদির লিগে নাম লিখিয়েও মেসি বহাল তবিয়তে রয়েছেন সিআরসেভেনের সঙ্গে। বারবার আল নাসের সমর্থকরা রোনাল্ডোকে টার্গেট করছেন মেসির নাম দিয়ে তাতিয়ে। এবার একই কাণ্ড ঘটল আল নাসের বনাম আল বাতিন ম্যাচে।
শুক্রবার আল বাতিনকে ইনজুরি টাইমের গোলে পরাস্ত করেন রোনাল্ডোরা। আগের তিন ম্যাচে দুটো হ্যাটট্রিক করা পর্তুগিজ মহাতারকা আল বাতিন ম্যাচে গোলের দেখা পাননি। ১ গোলে পিছিয়ে ছিল আল নাসের। ইনজুরি টাইমে পরপর তিনটে গোল করে যায় আল নাসের।
সেই ম্যাচই নাকি রোনাল্ডোর জন্য সুখকর হল না। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ প্রচারমাধ্যম দ্য মার্কা। জানানো হয়েছে, ম্যাচের পর ৩৮ বছরের তারকা যখন মাঠ ছেড়ে লকার রুমের দিকে যাচ্ছিলেন, সেই সময়েই এক খুদে সমর্থক সামনাসামনি চলে আসে রোনাল্ডোর। সে চিৎকার করে বলতে থাকে, "মেসি অনেক ভালো।"
প্রাথমিকভাবে তিনি শিশুটিকে এড়িয়ে গেলেও অসন্তুষ্ট হয়ে বলতে থাকেন, কীভাবে ম্যাচে তিনি প্রভাব ফেলতে পারেননি। রোনাল্ডো বলতে থাকেন, "ম্যাচ তো সহজই ছিল।"
অন্য বেশ কিছু প্রচার মাধ্যমের আবার দাবি, রোনাল্ডো নাকি খুদে সমর্থকের কাঁধে হালকা চাপড় মেরে মেসির খেলা দেখার পরামর্শ দেন। যদিও এই বক্তব্যের সপক্ষে সেরকম জোরালো যুক্তি নেই।
সৌদি প্রো লিগে নিচের দিকেই রয়েছে আল বাতিন। মরশুল পার্ক স্টেডিয়ামে ১৭ মিনিটেই লিড নিয়ে নিয়েছিল বাতিন। রেঞ্জ লোপেজের গোল ভার চেক করার পর ধার্য হয়। যদিও ম্যাচের শেষে হারতেই হল আল বাতিনকে।
Read the full article in ENGLISH