রোনাল্ডোকে সই করানোর জন্য বাদ দেওয়া হয়েছে স্ট্রাইকার ভিনসেন্ট আবুবাকেরকে। তারপরেই আবুবাকেরকে স্বল্পমেয়াদি চুক্তিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দেখা যেতে পারে, এমন জল্পনার ঢেউ উঠেছে। এর মধ্যেই ক্যামেরুনের জাতীয় দলের তারকা রোনাল্ডোকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন।
স্প্যানিশ মিডিয়া আউটলেট মুন্দো দিপর্তিভো জানাচ্ছে, আবু বাকের নাকি বলেছেন, "সবসময়ই ভেবে এসেছি, মেসি রোনাল্ডোর থেকে এগিয়ে। তবে এরপরে যখন রোনাল্ডোর সঙ্গে অনুশীলন করলাম, তখন বুঝলাম আমিই ঠিক-ই ছিলাম।"
আরও পড়ুন: ব্যালন ডি’অরের যুদ্ধে এবার মেসি বনাম এমবাপে! শত্রুতার আবহে কে জিতবেন সেরার সেরা পুরস্কার
ভিনসেন্ট সৌদির ক্লাবটির হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন। ২০২১-এ যোগ দেওয়ার পর ভিনসেন্টের নামের পাশে ১২ গোল। ৩০ বছরের তারকাকে ক্লাব ছাড়তে হচ্ছে সৌদি প্রো লিগের নিয়ম মেনে। যে নিয়মে বলা হচ্ছে, ক্লাবে সর্বাধিক ৮জন বিদেশি নথিভুক্ত থাকতে পারবেন। রোনাল্ডোর সই করানোর জন্য তাই একজন বিদেশিকে ছাঁটাই করতে হত।
জানা যাচ্ছে, দুই পক্ষের পারস্পরিক চুক্তির ভিত্তিতে আবু বাকেরের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরেছে আল নাসের। ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রিপোর্ট অনুযায়ী, আবু বাকেরকে রিলিজ করলেও চুক্তির পুরো অর্থ মিটিয়ে দেওয়া হচ্ছে। সৌদির প্রচারমাধ্যম OKAZ এর দাবি অনুযায়ী, আবু বাকেরকে অল্পদিনের চুক্তিতে নিতে চলেছে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বিশ্বকাপে আবু বকর নজর কেড়ে নিয়েছিলেন ব্রাজিল ম্যাচে। ক্যামেরুন তাঁর গোলেই।কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়েছিল। তবে জামা খোলায় তাঁকে লাল কার্ড-ও হজম করতে হয়।
আরও পড়ুন: মেসিদের কাছে হারের ধাক্কা সামলাতে পারলেন না, ফুটবলকে চিরবিদায় এমবাপের বিশ্বচ্যাম্পিয়ন ক্যাপ্টেনের
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় সমর্থকের ফোন কেড়ে নিয়ে এফএ-র তরফে সাসপেন্ড হতে হয়েছিল রোনাল্ডোকে। সেই নির্বাসন এখনও মেটেনি। তাই রোনাল্ডো আল নাসেরের জার্সিতে সম্ভবত অভিষেক ঘটাবেন ২২ জানুয়ারি। যেদিন সৌদির লিগে আল নাসের মুখোমুখি হবে আল ইত্তেফাকের বিপক্ষে। আল নাসের বনাম আল তায়ে ম্যাচে জিতেছিল রোনাল্ডোর বর্তমান ক্লাব। সেই ম্যাচ রোনাল্ডো বাইরে থেকেই উপভোগ করেছিলেন। জানুয়ারির ১৪-য় রোনাল্ডো ক্লাবের পরের ম্যাচেও নামবেন না আল শাবাবের বিপক্ষে।
রোনাল্ডোর থেকে অনেক এগিয়ে মেসি! সৌদির ক্লাবে CR7-এর জন্য বাদ পড়তেই বিষ্ফোরক আবুবকর
রোনাল্ডোর জন্যই ক্লাব থেকে ছাঁটাই হওয়ার পর বিষ্ফোরক ক্যামেরুনের ব্রাজিল বধের নায়ক
Follow Us
রোনাল্ডোকে সই করানোর জন্য বাদ দেওয়া হয়েছে স্ট্রাইকার ভিনসেন্ট আবুবাকেরকে। তারপরেই আবুবাকেরকে স্বল্পমেয়াদি চুক্তিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দেখা যেতে পারে, এমন জল্পনার ঢেউ উঠেছে। এর মধ্যেই ক্যামেরুনের জাতীয় দলের তারকা রোনাল্ডোকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন।
স্প্যানিশ মিডিয়া আউটলেট মুন্দো দিপর্তিভো জানাচ্ছে, আবু বাকের নাকি বলেছেন, "সবসময়ই ভেবে এসেছি, মেসি রোনাল্ডোর থেকে এগিয়ে। তবে এরপরে যখন রোনাল্ডোর সঙ্গে অনুশীলন করলাম, তখন বুঝলাম আমিই ঠিক-ই ছিলাম।"
আরও পড়ুন: ব্যালন ডি’অরের যুদ্ধে এবার মেসি বনাম এমবাপে! শত্রুতার আবহে কে জিতবেন সেরার সেরা পুরস্কার
ভিনসেন্ট সৌদির ক্লাবটির হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন। ২০২১-এ যোগ দেওয়ার পর ভিনসেন্টের নামের পাশে ১২ গোল। ৩০ বছরের তারকাকে ক্লাব ছাড়তে হচ্ছে সৌদি প্রো লিগের নিয়ম মেনে। যে নিয়মে বলা হচ্ছে, ক্লাবে সর্বাধিক ৮জন বিদেশি নথিভুক্ত থাকতে পারবেন। রোনাল্ডোর সই করানোর জন্য তাই একজন বিদেশিকে ছাঁটাই করতে হত।
জানা যাচ্ছে, দুই পক্ষের পারস্পরিক চুক্তির ভিত্তিতে আবু বাকেরের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরেছে আল নাসের। ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রিপোর্ট অনুযায়ী, আবু বাকেরকে রিলিজ করলেও চুক্তির পুরো অর্থ মিটিয়ে দেওয়া হচ্ছে। সৌদির প্রচারমাধ্যম OKAZ এর দাবি অনুযায়ী, আবু বাকেরকে অল্পদিনের চুক্তিতে নিতে চলেছে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বিশ্বকাপে আবু বকর নজর কেড়ে নিয়েছিলেন ব্রাজিল ম্যাচে। ক্যামেরুন তাঁর গোলেই।কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়েছিল। তবে জামা খোলায় তাঁকে লাল কার্ড-ও হজম করতে হয়।
আরও পড়ুন: মেসিদের কাছে হারের ধাক্কা সামলাতে পারলেন না, ফুটবলকে চিরবিদায় এমবাপের বিশ্বচ্যাম্পিয়ন ক্যাপ্টেনের
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় সমর্থকের ফোন কেড়ে নিয়ে এফএ-র তরফে সাসপেন্ড হতে হয়েছিল রোনাল্ডোকে। সেই নির্বাসন এখনও মেটেনি। তাই রোনাল্ডো আল নাসেরের জার্সিতে সম্ভবত অভিষেক ঘটাবেন ২২ জানুয়ারি। যেদিন সৌদির লিগে আল নাসের মুখোমুখি হবে আল ইত্তেফাকের বিপক্ষে। আল নাসের বনাম আল তায়ে ম্যাচে জিতেছিল রোনাল্ডোর বর্তমান ক্লাব। সেই ম্যাচ রোনাল্ডো বাইরে থেকেই উপভোগ করেছিলেন। জানুয়ারির ১৪-য় রোনাল্ডো ক্লাবের পরের ম্যাচেও নামবেন না আল শাবাবের বিপক্ষে।