Advertisment

ডার্বি হারে ইন্দ্রপতন! পদত্যাগ কোচ আলেয়ান্দ্রোর

প্রথম মরশুমে কোচ হিসেবে সমর্থকদের মন জয় করে নিলেও চলতি মরশুমে একদমই ফর্মে ছিল না ক্লাব। ডার্বি নিয়ে টানা তিনটে ম্যাচ হারতে হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Alejandro Menendez

কোচ আলেয়ান্দ্রো (টুইটার)

ডার্বি হারের পরেই সমর্থকদের একাংশ কোচের পদত্যাগ চাইছিলেন। সব দায়িত্ব নিয়ে অবশেষে সরে দাঁড়ালেন স্প্যানিশ কোচ। যদিও ফুটবল সংক্রান্ত কোনও কারণ নয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। ক্লাব তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছে। আপাতত ঠিক হয়েছে, আলেয়ান্দ্রোর অনুপস্থিতিতে কোচিং স্টাফের বাকিরা দলের দায়িত্ব সামলাবেন যতদিন না নতুন কোচ নিয়োগ করা হচ্ছে।

Advertisment

লাল-হলুদ দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরে আলেয়ান্দ্রো জানিয়েছেন, "আমার কোচিংয়ে দল যেভাবে উন্নতি করেছে, তাতে আমি খুশি। আশা করছি, নতুন কোচ এসে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। ক্লাবের কোচ থাকাকালীন উপভোগ করেছি। সমর্থকদের অনেক শুভেচ্ছা।"

আরও পড়ুন ডার্বিতে সিএএ-বিরোধী ব্যানার, এককাট্টা ইস্ট-বাগান গ্যালারি

কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সুব্রত নাগ জানিয়েছেন, "অল্প সময়ের মধ্যে কোচ থাকাকালীন আলেয়ান্দ্রো যেভাবে দলের উন্নতি করেছেন, তাতে আমরা খুশি। সঠিক পথে দলকে উনি নিয়ে গিয়েছেন। ভবিষ্যতের সাফল্যের জন্য ওঁর জন্য অনেক শুভকামনা রইল।"

প্রথম মরশুমে কোচ হিসেবে সমর্থকদের মন জয় করে নিলেও চলতি মরশুমে একদমই ফর্মে ছিল না ক্লাব। ডার্বি নিয়ে টানা তিনটে ম্যাচ হারতে হয়েছে। লিগ তালিকায় আপাতত সাত নম্বরেও নেমে গিয়েছে ক্লাব। তবে ঘটনা হল, এবার দল গঠন সহ কোয়েসের ক্লাব পরিচালনায় বারেবারেই তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন ২০ লক্ষ থেকে শুরু! কেকেআরের কোন ক্রিকেটারের বেতন কত

সমর্থকরাও পাশে ছিলেন। তবে ডার্বি হারের পরেই মানসিকভাবে তিনি ঠিক করে নেন কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। অনেক ভাবনা চিন্তা করেই তাই ডার্বি হারের ৪৮ ঘণ্টার মাথায় পদত্যাগের সিদ্ধান্ত। নতুন কোচ হিসেবে এখন লাল-হলুদ চেয়ারে কাকে দেখা যায়, সেটাই আপাতত দেখার।

Read the full article in ENGLISH

East Bengal Kolkata Football
Advertisment