Advertisment

ফ্র্যাঞ্চাইজিদের চাপে হার মানল ভারতীয় বোর্ড! নক্ষত্রখচিত ম্যাচ হচ্ছে না

পুরো পরিকল্পনাই ছিল বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। তবে ফ্র্যাঞ্চাইজির এক কর্তা জানিয়েছেন, "অলস্টার ম্যাচ অন্তত আইপিএল শুরুর আগে হবে না।"

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (এক্সপ্রেস ফোটো)

আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই আইপিএলের আগে অলস্টার ম্যাচ হচ্ছে না। আগে থেকে ঘোষণা করে দিয়েও পিছু হঠতে হচ্ছে ভারতীয় বোর্ডকে। তা-ও আবার ফ্র্যাঞ্চাইজিদের চাপের কাছে।

Advertisment

মুম্বই মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির কাছে জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত সূচি মেনে অলস্টার ম্যাচ হবে না। গত মাসেই বোর্ড সভাপতি সৌরভ জানিয়ে দিয়েছিলেন, “আইপিএলের প্রথম ম্যাচ খেলার তিনদিন আগে অলস্টার ম্যাচ আয়োজন করা হবে। তবে এই ম্যাচ আমেদাবাদে হবে না। কারণ সেখানে স্টেডিয়াম গড়ার কাজ এখনও সম্পূর্ণ নয়।”

আরও পড়ুন রাজ্জাককে ‘মা বানালেন’ তারকা ক্রিকেটার! চরম কাণ্ডে তোলপাড়

বলা হয়েছিল, উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের ফ্র্যাঞ্চাইজিগুলি থেকে ক্রিকেটার বাছা হবে একটি একাদশ বাছাইয়ের ক্ষেত্রে। অন্যদিকে, প্রতিপক্ষ দল গড়া হবে দক্ষিণ ও পশ্চিম ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের নিয়ে। সেই হিসেবেই কেকেআর, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিকেটারদের নিয়ে প্রথম একাদশ গড়া হবে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার থাকছেন দ্বিতীয় একাদশে।

আরও পড়ুন প্রথম টেস্টে বাদ পড়ছেন কেকেআরের তারকা, ইঙ্গিত দিলেন কোহলি

পুরো পরিকল্পনাই ছিল বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। তবে ফ্র্যাঞ্চাইজির এক কর্তা জানিয়েছেন, "অলস্টার ম্যাচ অন্তত আইপিএল শুরুর আগে হবে না।"

সৌরভ ঘোষণা করলেও প্রথম থেকেই ফ্র্যাঞ্চাইজিরা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের চারদিন আগে তারকা ক্রিকেটারদের ছাড়তে অরাজি ছিল। টাইমস অফ ইন্ডিয়াকে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তা বলে দিয়েছিলেন, বানিজ্যিক এবং ক্রিকেটীয় কারণেই ক্রিকেটারদের ছাড়া সম্ভব নয়। “বাণিজ্যিক কারণ হিসেবে বলা যায়, আমাদের ক্রিকেটাররা যদি ফ্র্যাঞ্চাইজির জার্সি বাদে অন্য জার্সি পড়ে, তা মোটেই মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুন সৌরভের সিদ্ধান্তে অখুশি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা! টুর্নামেন্ট শুরুর আগেই বিদ্রোহের ইঙ্গিত

অন্য এক ফ্র্যাঞ্চাইজি কর্তা বলেছিলেন, “আইপিএল শুরুর ঠিক কয়েকদিন আগে দলের ক্রিকেটারদের অন্য ম্যাচ খেলানোর সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয়। চোটের কবলে পড়তে পারেন ক্রিকেটাররা। পাশাপাশি টিম বন্ডিং সেশনে সেই ক্রিকেটার অনুপস্থিত থাকার সঙ্গে অতিরিক্ত ভ্রমণও করতে হবে। বিদেশ থেকে যে ক্রিকেটাররা খেলতে আসছে তাঁরা টিম বন্ডিং সেশনের জন্য অল্প সময়ই পেয়ে থাকেন, টুর্নামেন্ট শুরুর আগের কয়েকদিন। এই সিদ্ধান্ত যুক্তিপূর্ণ নয়।”

ঘটনা হল, ফ্র্যাঞ্চাইজিদের অনঢ় মানসিকতায় বিকল্প কথাও ভাবতে শুরু করেছিল বোর্ডের কর্তারা। ফ্র্যাঞ্চাইজিদের তরফে বোর্ডের কাছে পরোক্ষে বার্তা পাঠানো হয়েছিল, অলস্টার ম্যাচ যেন পিছিয়ে দেওয়া হয়। সেই চাপের কাছেই নতি স্বীকার করতে বাধ্য হল ভারতীয় বোর্ড।

Sourav Ganguly BCCI IPL
Advertisment